এই অবস্থায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রতিবাদীদের প্রতিবাদের বিকল্প পথ বলে দিলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বাইরে মুভমেন্ট করবেন না। দরকার হলে ইনডোর স্টেডিয়ামের ভিতরে করুন। আমরা শান্তি চাই।’ সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘মিটিংটা আমি ডাকেনি, সব ইমামরা ডেকেছেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি এসেছি।’’ তাঁর কথায়, ‘‘আমার যেমন অধিকার নেই ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও অধিকার নেই কারোর ব্যাক্তিগত সম্পত্তির উপর অধিকার নেওয়া। আমাদের সাংসদের কোর্টে কেস-ও করেছে। ’’
advertisement
আরও পড়ুন: রান্নার গ্যাস বাঁচবে, টিম টিমে আঁচ হবে হাই ফ্লেম! কীভাবে? রইল সহজ উপায়
এরপরই বিরোধী বিজেপি’কে সরাসরি আক্রমণ করেন মমতা৷ সবাইকে অনুরোধ জানান, ‘‘আপনারা ফেক নিউস তৈরি করছেন…বাংলায় বিজেপি-এর কথায় কেউ উত্তেজিত হয়ে কেউ অশান্তি করবেন না।’’ পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য একাধিক স্তরে নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে গুজব না ছড়ায়, তার জন্য স্থানীয়দের সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়