প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না। আরও তাড়াতাড়ি কাজ করতে হবে।’’ কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত ঘাটাল মাস্টার প্ল্যান লোকসভার প্রচারেও একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। লোকসভায় তৃতীয়বার ঘাটাল থেকে জয়ী হয়েছেন দেব। দেবের মুখেও বারবার উঠে এসেথে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুড়ি গঙ্গা সেতু নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি গ্লোবাল টেন্ডার হবে মুড়ি গঙ্গা সেতুর জন্য। নবান্নের বৈঠকে আবাস যোজনা নিয়েও আলোচনা হয় বলেই সূত্রের খবর।
নবান্ন সূত্রে খবর, আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবাস যোজনা নিয়ে টাকা দেবে রাজ্য সরকার। তালিকা তৈরি হলে আবার সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকেই আবাস যোজনার অধীনে টাকা দেবে রাজ্য। ইতিমধ্যেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত দফতরকে ফের সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর।