Yogyashree Scheme: শুধু SC, ST নয়, এবার সুযোগ পাবে জেনারেল ও ওবিসি ছাত্রছাত্রীরাও! ‘যোগ্যশ্রী’ নিয়ে বড় ঘোষণা মমতার, বিনামূল্যে কোন প্রশিক্ষণ পাওয়া যাবে? বিশদে জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Yogyashree Scheme: ‘যোগ্যশ্রী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হল ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের। মূলত ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেয় রাজ্য।
কলকাতা: ‘যোগ্যশ্রী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হল ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের। মূলত ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেয় রাজ্য। এতদিন যোগ্যশ্রী প্রকল্পে কেবলমাত্র এসসি ও এসটি ক্যাটাগরির পড়ুয়াদেরই পড়ার সুযোগ ছিল। তবে এবার থেকে জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির পড়ুয়ারাও যোগ্যশ্রী প্রকল্পে পড়ার সুযোগ পাবেন। X হ্যান্ডেলে পোস্ট করে করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
যোগ্যশ্রী প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে মূলত ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের ট্রেনিং দেওয়া হত। এবার সেই এই প্রকল্পে ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরাও সুযোগ পাবেন। একাদশ শ্রেনী থেকেই প্রশিক্ষণ এর সুযোগ দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
We are proud that our “Yogyashree” scheme which we started to provide completely free-of-cost training to SC/ST students of the state for admission in engineering and medical courses has been yielding increasingly greater and greater benefits for our SC/ST boys & girls. Now we…
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2024
advertisement
X হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দোপাধ্যায় জানালেন, যোগ্যশ্রী প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সফলতার কথা। তিনি বলেন, ‘‘যোগ্যশ্রী’’ শিক্ষানবীশরা JEE (অ্যাডভান্সড)-এ ২৩ জন র্যাঙ্ক করেছে। যার মধ্যে ১৩ টি IIT সিট। JEE (মেইন) ৭৫টি র্যাঙ্ক, WBJEE তে৪৩২ টি র্যাঙ্ক এবং NEET -এ ১১০টি র্যাঙ্ক পেয়েছে৷ এই সমস্ত কঠিন প্রতিযোগীতামূলক পরীক্ষাগুলিতে আগের চেয়েও আরও ভাল ফল করেছে যোগ্যশ্রী প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রী।
advertisement
‘যোগ্যশ্রী’ প্রকল্পে যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যোগ দিতে পারে সেকারণে বাড়ানো হবে প্রশিক্ষণ সেন্টারের সংখ্যাও। রাজ্যে এখন যোগ্যশ্রী প্রকল্পের ৫০ টি ট্রেনিং সেন্টার রয়েছে। যোগ্যশ্রী প্রকল্পের ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো হবে প্রায় ২০০০।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2024 6:08 PM IST