TRENDING:

অভিষেকের পরে এবার মমতা, আবাস নিয়ে বিজেপি-কে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর

Last Updated:

এদিন ১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়েও এদিন আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। ক্ষুব্ধ মমতা বলেন, "১০০ দিনের টাকা পাচ্ছি না,গরিব মানুষ গুলো কাজ করছে, এটা কেন্দ্রের দয়া নয়। ১০০ দিনের কাজ কবে থেকে বন্ধ আছে? অথচ আমরা ২৫০০ হাজার কোটি টাকা খরচ শ্রমিক দিবস তৈরি করেছি।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গঙ্গাসাগর: অভিষেকের পরে এবার আবাস যোজনা নিয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বললেন, "বিজেপি নেতারা নিজেদের নামে দো-তলা, তিন তলা বাড়ি করেছে। কেউ কেউ আমাদের সঙ্গে আগে ছিল। একটা জেলায় অভিযোগ এসেছে। ওই জেলাটাও আমার। আমরা এনকোয়ারি করেছি। ১৭ লক্ষ আবেদন বাদ দিচ্ছি।" এর পাশাপাশি, মুখ্যমন্ত্রীর আশ্বাস, সরকারি স্তরে যদি কারও ভুল থাকে, তাহলে তার বিরুদ্ধেও পদক্ষেপ করবে প্রশাসন।
advertisement

আগামী ৮ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা। তার আগে মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গতকাল, অর্থাৎ, বুধবার থেকেই দুদিনের সাগর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন সেখান থেকেই একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পাওয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। দেখা গিয়েছে, কাঁচা বাড়ি, খড়ের চাল, এমন বাড়ির বাসিন্দার নাম নেই তালিকায়, অথচ পঞ্চায়েত প্রধান, এলাকার দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্বদের দোতলা-তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও নাম উঠে এসেছে আবাসের তালিকায়। এর জেরে বিভিন্ন জায়গায় সমীক্ষায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের।

advertisement

আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও

এদিন আবাসের দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে মমতা বলেন, "যেখানে যেখানে অভিযোগ পেয়েছি, এনকোয়ারি হয়েছে। ১৭ লক্ষ আবেদন বাদ গেছে।"

এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূলনেত্রীর বক্তব্য, "৫০ লক্ষ (আবেদন) রেজিস্ট্রার ছিল। ১৭ লক্ষ দিয়েছে। বাকি ধাপে ধাপে হবে। এক মাসের মধ্যে ১১ লক্ষ বাড়ি করিয়ে দিয়েছি আমরা। বিজেপি নেতারা নিজেদের নামে দো তলা, তিন তলা বাড়ি করেছে। এইগুলো আমরা বাদ দিচ্ছি.. সরকার লেভেল এ যদি কারোর ভুল থাকে তাহলে পদক্ষেপ করবে।"

advertisement

মমতার কথায়, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষ যাতে প্রশাসনের কাছে যেতে পারে, সেই কারণেই ৩ বছর আগে দুয়ারে সরকার প্রকল্প এনেছিল পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন: 'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক

এদিন ১০০ দিনের কাজের টাকা না দেওয়া নিয়েও এদিন আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। ক্ষুব্ধ মমতা বলেন, "১০০ দিনের টাকা পাচ্ছি না, গরিব মানুষ গুলো কাজ করছে, এটা কেন্দ্রের দয়া নয়। ১০০ দিনের কাজ কবে থেকে বন্ধ আছে? অথচ আমরা ২৫০০ হাজার কোটি টাকা খরচ শ্রমিক দিবস তৈরি করেছি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মমতার অভিযোগ, ১০০ দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গ প্রথম হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। রাজ্যের বিরুদ্ধে আনা বিরোধীদের ভুয়ো জবকার্ডের অভিযোগের বিরুদ্ধ মুখ্যমন্ত্রীর তোপ, "২০ লক্ষ ভুয়ো কার্ড যদি বের করে থাকেন, এটা শুনছি, আমাদের জানা নেই, তাহলে তো তার দায় আপনাদেরও, ইউপিতে কত, কেরালাতে কত, ইউপি আপনার প্রিয় রাজ্য বলে?" জিএসটির টাকা সময়ে না পাওয়া নিয়েও অভিযোগ তোলেন মমতা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিষেকের পরে এবার মমতা, আবাস নিয়ে বিজেপি-কে পাল্টা তোপ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল