প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ করে এদিন হঠাৎ করেই তিনি আশুতোষ কলেজে ঢুকে যান। সেই সময় সরস্বতী পুজো চলছিল আশুতোষ কলেজে। উপস্থিত ছিলেন কলেজের ছাত্রছাত্রীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর প্রণাম করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামান্য আলাপচারিতা করেন। ঘুরে দেখেন কলেজ চত্বর। এরপর তিনি চলে যান যোগমায়া দেবী কলেজে। সেখানেও প্রণাম করার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সামান্য আলাপচারিতা সেরে নেন। ছাত্র-ছাত্রীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়।
advertisement
আরও পড়ুন- স্বপ্নের গোয়ায় কোথা থেকে এল লাশ! ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র ডার্ক কমেডিতে মন মজেছে দর্শকের
যদিও কোনও ঘোষিত কর্মসূচি ছিল না এদিন মুখ্যমন্ত্রীর সরস্বতী পুজো উপলক্ষে কলেজে যাওয়ার। প্রস্তুত ছিল না কলেজ কর্তৃপক্ষও। পুজোর আরতিতেও শামিল হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে প্রায় দেড় ঘণ্টা এদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিকেলে রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আশুতোষ কলেজের এক ছাত্র এ প্রসঙ্গে বলেন ‘‘আমরা তখন পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করেই দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে আসছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। আমরা ওনাকে জানিয়েছি পুজোর ভোগ ওনার বাড়িতে আমরা পাঠিয়ে দেব।’’
যোগমায়া দেবী কলেজের এক অধ্যাপিকা বলেন ‘‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আসবেন, তাতে আমরা প্রস্তুত ছিলাম না। উনি হঠাৎই চলে আসেন।’’