Olokkhis In Goa: স্বপ্নের গোয়ায় কোথা থেকে এল লাশ! ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র ডার্ক কমেডিতে মন মজেছে দর্শকের
- Published by:Siddhartha Sarkar
- Written by:Siddhartha Sarkar
Last Updated:
Olokkhis in Goa Review: এক দিকে সমুদ্রের হাতছানি, অন্য দিকে রহস্য রোমাঞ্চ। আর তারই সঙ্গে হালকা শীতের নলেন গুড়ের মতো রসিকতায় মাখামাখি এই ওয়েব সিরিজ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘প্রথমে এই বিষয়টি চিন্তাভাবনায় আসে, যখন আমার এক বন্ধু ব্যাঙ্ককে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে এয়ার বিএনবি-তে থেকে শ্যুটও করেছিলেন ৷ সেখান থেকেই এমন অল্প সংখ্যক লোকজনকে নিয়ে কোথাও আউটডোর গিয়ে ট্রাভেল সিরিজ বানানোর বিষয়টা মাথায় আসে ৷ গোয়া এবং মেয়েদের নিয়ে গল্প কারণ ছোটবেলায় মা-কে দেখতাম বাড়িতে সালোয়ার-কামিজগুলো সব পড়েই থাকত ৷ কোথাও বাইরে ঘুরতে গেলে তবেই সেটা মা পরত ৷ আসলে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে এমনই দৃশ্য বেশিরভাগ সময়েই দেখা যায় ৷ মহিলাদের এই চেঞ্জটা নিয়েই ছবিতে যদি বিষয়টি তুলে ধরা যায়, সেটা ভেবেছিলাম ৷ গোয়া শুনলেই আমাদের মাথায় বেশ কিছু জিনিস চলে আসে ৷ এ ছাড়া আমি নিজে কখনও গোয়া যায়নি ৷ সিরিজের রেইকি করতে গিয়েই প্রথম যাই ৷ তাই ইচ্ছে ছিল ওখানে গিয়ে শ্যুটটা করার ৷ ’’
advertisement
গল্পের মধ্যেই রয়েছে সিনেমার অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই দামাল চার বন্ধু স্বপ্ন দেখে ‘দিল চাহতা হ্যায়’-এর মতো তারাও এক সঙ্গে ঘুরতে যাবে। গোয়া তাদের স্বপ্নের রাজ্য। এরই মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় তিতাসের। তার আগে বন্ধুত্ব উদযাপনের জন্যই তারা পাড়ি দেয় সমুদ্ররাজ্যে। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। প্রথমে তিতাসের বাগদত্তর সঙ্গে ঝামেলা। তারপর কোথা থেকে এসে পড়ে এক লাশ। হত্যারহস্যে জড়িয়ে পড়ে চার বন্ধু। কী ভাবে কাটবে ওদের গোয়া যাপনের দিনগুলি তা নিয়েই এই ওয়েব সিরিজ।
advertisement
advertisement
advertisement