Olokkhis In Goa: স্বপ্নের গোয়ায় কোথা থেকে এল লাশ! ‘অলক্ষ্মীজ ইন গোয়া’র ডার্ক কমেডিতে মন মজেছে দর্শকের

Last Updated:
Olokkhis in Goa Review: এক দিকে সমুদ্রের হাতছানি, অন্য দিকে রহস্য রোমাঞ্চ। আর তারই সঙ্গে হালকা শীতের নলেন গুড়ের মতো রসিকতায় মাখামাখি এই ওয়েব সিরিজ।
1/11
 মফস্বল শহরে বড় হয়ে ওঠা চারটি মেয়ে। আশপাশের অন্য নম্র বিনয়ী বন্ধুদের থেকে একটু আলাদা ওরা। বরাবর তাই ওদের একসঙ্গে অলক্ষ্মী নামেই ডেকেছে পাড়া থেকে পরিবারের সকলে।
মফস্বল শহরে বড় হয়ে ওঠা চারটি মেয়ে। আশপাশের অন্য নম্র বিনয়ী বন্ধুদের থেকে একটু আলাদা ওরা। বরাবর তাই ওদের একসঙ্গে অলক্ষ্মী নামেই ডেকেছে পাড়া থেকে পরিবারের সকলে।
advertisement
2/11
ছক ভাঙার লক্ষ্য নিয়েই যেন ওদের বড় হয়ে ওঠা। নিজেদের স্বপ্ন পূরণ করার অদম্য বাসনা ওদের টেনে নিয়ে যায় স্বপ্নের রাজ্য গোয়ায়।
ছক ভাঙার লক্ষ্য নিয়েই যেন ওদের বড় হয়ে ওঠা। নিজেদের স্বপ্ন পূরণ করার অদম্য বাসনা ওদের টেনে নিয়ে যায় স্বপ্নের রাজ্য গোয়ায়।
advertisement
3/11
এভাবেই শুরু KLiKK–এর নতুন  ওয়েব সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’। ডার্ক কমেডি সিরিজের মোড়কে এই নতুন  ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর ব্যানারে এই  সিরিজটি আপাতত মন জয় করছে ওটিটি প্রেমীদের।
এভাবেই শুরু KLiKK–এর নতুন  ওয়েব সিরিজ ‘অলক্ষ্মীজ ইন গোয়া’। ডার্ক কমেডি সিরিজের মোড়কে এই নতুন  ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর ব্যানারে এই  সিরিজটি আপাতত মন জয় করছে ওটিটি প্রেমীদের।
advertisement
4/11
 এক দিকে সমুদ্রের হাতছানি, অন্য দিকে রহস্য রোমাঞ্চ। আর তারই সঙ্গে হালকা শীতের নলেন গুড়ের মতো রসিকতায় মাখামাখি এই ওয়েব সিরিজ।
এক দিকে সমুদ্রের হাতছানি, অন্য দিকে রহস্য রোমাঞ্চ। আর তারই সঙ্গে হালকা শীতের নলেন গুড়ের মতো রসিকতায় মাখামাখি এই ওয়েব সিরিজ।
advertisement
5/11
প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় আর আভেরী সিংহ রায়কে এই ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তিতাস, বর্ষা, রণিতা আর হৈ-এর চরিত্রে। এছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা প্রমুখ।
প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় আর আভেরী সিংহ রায়কে এই ওয়েব সিরিজে দেখা যাচ্ছে তিতাস, বর্ষা, রণিতা আর হৈ-এর চরিত্রে। এছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা প্রমুখ।
advertisement
6/11
সৌমিত দেবের সংলাপে রহস্যের মাঝে ঢুকে পড়েছে হাসির রস। প্রাঞ্জল দাসের আবহ সঙ্গীতও যেন আছড়ে পড়েছে সমুদ্রের ঢেউয়ের মতোই।
সৌমিত দেবের সংলাপে রহস্যের মাঝে ঢুকে পড়েছে হাসির রস। প্রাঞ্জল দাসের আবহ সঙ্গীতও যেন আছড়ে পড়েছে সমুদ্রের ঢেউয়ের মতোই।
advertisement
7/11
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘প্রথমে এই বিষয়টি চিন্তাভাবনায় আসে, যখন আমার এক বন্ধু ব্যাঙ্ককে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে এয়ার বিএনবি-তে থেকে শ্যুটও করেছিলেন ৷ সেখান থেকেই এমন অল্প সংখ্যক লোকজনকে নিয়ে কোথাও আউটডোর গিয়ে ট্রাভেল সিরিজ বানানোর বিষয়টা মাথায় আসে ৷ গোয়া এবং মেয়েদের নিয়ে গল্প কারণ ছোটবেলায় মা-কে দেখতাম বাড়িতে সালোয়ার-কামিজগুলো সব পড়েই থাকত ৷ কোথাও বাইরে ঘুরতে গেলে তবেই সেটা মা পরত ৷ আসলে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে এমনই দৃশ্য বেশিরভাগ সময়েই দেখা যায় ৷ মহিলাদের এই চেঞ্জটা নিয়েই ছবিতে যদি বিষয়টি তুলে ধরা যায়, সেটা ভেবেছিলাম ৷ গোয়া শুনলেই আমাদের মাথায় বেশ কিছু জিনিস চলে আসে ৷ এ ছাড়া আমি নিজে কখনও গোয়া যায়নি ৷ সিরিজের রেইকি করতে গিয়েই প্রথম যাই ৷ তাই ইচ্ছে ছিল ওখানে গিয়ে শ্যুটটা করার ৷ ’’
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘প্রথমে এই বিষয়টি চিন্তাভাবনায় আসে, যখন আমার এক বন্ধু ব্যাঙ্ককে গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে এয়ার বিএনবি-তে থেকে শ্যুটও করেছিলেন ৷ সেখান থেকেই এমন অল্প সংখ্যক লোকজনকে নিয়ে কোথাও আউটডোর গিয়ে ট্রাভেল সিরিজ বানানোর বিষয়টা মাথায় আসে ৷ গোয়া এবং মেয়েদের নিয়ে গল্প কারণ ছোটবেলায় মা-কে দেখতাম বাড়িতে সালোয়ার-কামিজগুলো সব পড়েই থাকত ৷ কোথাও বাইরে ঘুরতে গেলে তবেই সেটা মা পরত ৷ আসলে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারে এমনই দৃশ্য বেশিরভাগ সময়েই দেখা যায় ৷ মহিলাদের এই চেঞ্জটা নিয়েই ছবিতে যদি বিষয়টি তুলে ধরা যায়, সেটা ভেবেছিলাম ৷ গোয়া শুনলেই আমাদের মাথায় বেশ কিছু জিনিস চলে আসে ৷ এ ছাড়া আমি নিজে কখনও গোয়া যায়নি ৷ সিরিজের রেইকি করতে গিয়েই প্রথম যাই ৷ তাই ইচ্ছে ছিল ওখানে গিয়ে শ্যুটটা করার ৷ ’’
advertisement
8/11
 গল্পের মধ্যেই রয়েছে সিনেমার অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই দামাল চার বন্ধু স্বপ্ন দেখে ‘দিল চাহতা হ্যায়’-এর মতো তারাও এক সঙ্গে ঘুরতে যাবে। গোয়া তাদের স্বপ্নের রাজ্য। এরই মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় তিতাসের। তার আগে বন্ধুত্ব উদযাপনের জন্যই তারা পাড়ি দেয় সমুদ্ররাজ্যে। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। প্রথমে তিতাসের বাগদত্তর সঙ্গে ঝামেলা। তারপর কোথা থেকে এসে পড়ে এক লাশ। হত্যারহস্যে জড়িয়ে পড়ে চার বন্ধু। কী ভাবে কাটবে ওদের গোয়া যাপনের দিনগুলি তা নিয়েই এই ওয়েব সিরিজ।
গল্পের মধ্যেই রয়েছে সিনেমার অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই দামাল চার বন্ধু স্বপ্ন দেখে ‘দিল চাহতা হ্যায়’-এর মতো তারাও এক সঙ্গে ঘুরতে যাবে। গোয়া তাদের স্বপ্নের রাজ্য। এরই মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় তিতাসের। তার আগে বন্ধুত্ব উদযাপনের জন্যই তারা পাড়ি দেয় সমুদ্ররাজ্যে। কিন্তু সেখানে গিয়েই বিপত্তি। প্রথমে তিতাসের বাগদত্তর সঙ্গে ঝামেলা। তারপর কোথা থেকে এসে পড়ে এক লাশ। হত্যারহস্যে জড়িয়ে পড়ে চার বন্ধু। কী ভাবে কাটবে ওদের গোয়া যাপনের দিনগুলি তা নিয়েই এই ওয়েব সিরিজ।
advertisement
9/11
 গোয়ার সুনীল জল আর রোমাঞ্চকর অনুভূতি নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ দর্শকদের নজর কাড়বে।
গোয়ার সুনীল জল আর রোমাঞ্চকর অনুভূতি নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ দর্শকদের নজর কাড়বে।
advertisement
10/11
চার অভিনেত্রীর অভিনয়েও যেন রয়েছে সেই টান— চেনা ছক ভেঙে অলক্ষ্মী হয়ে ওঠার সাধনা। সম্প্রতি এসআরএফটিআই-তে হয়ে গেল ‘অলক্ষ্মীজ ইন গোয়ার’ গ্র্যান্ড প্রিমিয়ার ৷ সেখানে এই সিরিজের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-সহ উপস্থিত ছিলেন অন্যান্য কলাকুশলীরা ৷
চার অভিনেত্রীর অভিনয়েও যেন রয়েছে সেই টান— চেনা ছক ভেঙে অলক্ষ্মী হয়ে ওঠার সাধনা। সম্প্রতি এসআরএফটিআই-তে হয়ে গেল ‘অলক্ষ্মীজ ইন গোয়ার’ গ্র্যান্ড প্রিমিয়ার ৷ সেখানে এই সিরিজের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-সহ উপস্থিত ছিলেন অন্যান্য কলাকুশলীরা ৷
advertisement
11/11
সম্প্রতি এসআরএফটিআই-তে হয়ে গেল ‘অলক্ষ্মীজ ইন গোয়ার’ গ্র্যান্ড প্রিমিয়ার ৷ সেখানে এই সিরিজের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-সহ উপস্থিত ছিলেন অন্যান্য কলাকুশলীরা ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ রাজনীতির পরিচিত মুখ শতরূপ ঘোষও  ৷
সম্প্রতি এসআরএফটিআই-তে হয়ে গেল ‘অলক্ষ্মীজ ইন গোয়ার’ গ্র্যান্ড প্রিমিয়ার ৷ সেখানে এই সিরিজের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-সহ উপস্থিত ছিলেন অন্যান্য কলাকুশলীরা ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ রাজনীতির পরিচিত মুখ শতরূপ ঘোষও  ৷
advertisement
advertisement
advertisement