TRENDING:

Mamata Banerjee In Jhargram: 'আমি চাইলে তবেই...' কাদের উদ্দেশ্যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তোলপাড় বাংলা জুড়ে!

Last Updated:

Mamata Banerjee In Jhargram: “আমি সিপিএমের গুলি খেয়েও বেঁচে গিয়েছি। মাথা ফাটানো হয়েছিল, শরীর জুড়ে রক্তারক্তি হয়েছিল। তোদের পিঁপড়ের মতো উড়িয়ে দেব, ভয় পাই না আমি!” আগুন ঝরে পড়ল তৃণমূল সুপ্রিমোর গলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: “আমি সিপিএমের গুলি খেয়েও বেঁচে গিয়েছি। মাথা ফাটানো হয়েছিল, শরীর জুড়ে রক্তারক্তি হয়েছিল। তোদের পিঁপড়ের মতো উড়িয়ে দেব, ভয় পাই না আমি!” আগুন ঝরে পড়ল তৃণমূল সুপ্রিমোর গলায়। বিজেপিকে নাম না করে এরপরেই ঝাড়গ্রাম থেকে বড় হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

২০২৬ এ চোখ রেখে মমতার ঝাঁঝালো হুঁশিয়ারি, “আমি চাইলে তবেই হারাতে পারবে, আমি না চাইলে না। এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় না।” ঝাড়্গ্রামের সভা থেকে কার্যত বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে একেবারে বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তিনি। এর পাশাপাশি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,  ‘জয় বাংলা’ স্লোগানকেই মোবাইলের রিংটোন-কলারটিউন সেট করে নিন।

advertisement

আরও পড়ুন: ১৪০০ গাছ লাগিয়ে ১২ লাখ আয় করলেন কৃষক…! কী এমন ‘জিনিস’ চাষ করলেন জমিতে? চমকে যাবেন শুনলেই!

ঝাড়গ্রামের সভা থেকে মমতা বললেন, “কেউ ফোন করলেই ফোন তুলে বলবেন, জয় বাংলা, বলুন। রিংটোন, কলারটিউনে সব জয় বাংলা করে নেবেন। কেউ উল্টোপাল্টা কিছু করতে এলে, ভয় দেখাতে এলে, আর অফিসারদের ভয় দেখাতে এলেও, মনে রাখবেন আমাদের অফিসারদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।”

advertisement

আরও পড়ুন: ‘লাল’ রঙের ব্যাগ নিয়ে ট্রেনে উঠল, বেরল ‘কালো’ ব্যাগ হাতে, ‘কেসটা কী…?’ GRP প্রশ্ন করতেই মুখ ফ্যাকাসে, পরমুহূর্তেই ভেসে এল চিৎকার!

একই মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি যেদিন নিজে মনে করব, সেদিন হঠাতে পারবেন। না হলে, আপনার লোকেরাও আমাকে ভোট দেবে।” ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

আরও পড়ুন: ভোর ৩-৪ টের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে…? প্রকৃতির বড় সঙ্কেত! কী করতে হবে জানেন? রইল বিশেষজ্ঞের ‘জরুরি’ নির্দেশ!

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের মধ্যে দু’জন ‘নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা ইআরও) এবং ‘সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক’ (‘অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার’ বা এইআরও)। এর প্রেক্ষিতে রাজ্য কি অবস্থান নিতে চলেছে তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।

advertisement

সভায় দাঁড়িয়ে ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, “এরা বাংলায় এসে সরকার চালানোর চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ ও প্রশাসন ওদের আসল চেহারা ভালো করেই চেনে।” মমতার মতে, সংশ্লিষ্ট ইআরও এবং সহকারী ইআরওদের সাসপেনশন আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ভোটের আগেই পরিকল্পিতভাবে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোয় চাপ তৈরি করতে চাইছে কমিশন। হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলা কারও চোখ রাঙানি সহ্য করবে না।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee In Jhargram: 'আমি চাইলে তবেই...' কাদের উদ্দেশ্যে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তোলপাড় বাংলা জুড়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল