'লাল' রঙের ব্যাগ নিয়ে ট্রেনে উঠল, বেরল 'কালো' ব্যাগ হাতে, 'কেসটা কী...?' GRP প্রশ্ন করতেই মুখ ফ্যাকাসে, পরমুহূর্তেই ভেসে এল চিৎকার!

Last Updated:
Indian Railways: বারাণসীর উদ্দেশ্যে যাওয়ার একটি ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। জিআরপি কর্মীরা টহল দিচ্ছিলেন। তাঁরা লক্ষ্য করেন একজন যাত্রী কোচে উঠছেন।
1/15
ট্রেন আমাদের দেশের সর্বাধিক ব্যবহৃত গণ পরিবহণ। রেলপথে দেশের সর্বত্র যাত্রীদের নিরাপদ ভ্রমণ সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল।
ট্রেন আমাদের দেশের সর্বাধিক ব্যবহৃত গণ পরিবহণ। রেলপথে দেশের সর্বত্র যাত্রীদের নিরাপদ ভ্রমণ সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ভারতীয় রেল।
advertisement
2/15
ট্রেনে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ভ্রমণ আরামদায়ক করে তুলতে যেমন কসুর করে না রেল কর্তৃপক্ষ তেমনই যে কোনও অনৈতিক কাজ ও অপরাধ নিয়ন্ত্রণে সদাসর্বদা কড়া নজরদারি রয়েছে রেল সুরক্ষা কর্মী তথা জিআরপি ও আরপিএফ জওয়ানদের।
ট্রেনে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ও ভ্রমণ আরামদায়ক করে তুলতে যেমন কসুর করে না রেল কর্তৃপক্ষ তেমনই যে কোনও অনৈতিক কাজ ও অপরাধ নিয়ন্ত্রণে সদাসর্বদা কড়া নজরদারি রয়েছে রেল সুরক্ষা কর্মী তথা জিআরপি ও আরপিএফ জওয়ানদের।
advertisement
3/15
আরপিএফ এবং জিআরপি উভয়ই স্টেশন এবং ট্রেনে তাদের দায়িত্ব পালন করে চলেছেন অবিরত। লক্ষ্য করে থাকবেন প্রতিটি স্টেশন ও ট্রেনের কামরায় দফায় দফায় টহলদারি চলে জওয়ানদের।
আরপিএফ এবং জিআরপি উভয়ই স্টেশন এবং ট্রেনে তাদের দায়িত্ব পালন করে চলেছেন অবিরত। লক্ষ্য করে থাকবেন প্রতিটি স্টেশন ও ট্রেনের কামরায় দফায় দফায় টহলদারি চলে জওয়ানদের।
advertisement
4/15
কিন্তু এবার এমনই এক টহলদারির সময় যা ঘটল উত্তরপ্রদেশের একটি ছোট্ট স্টেশনে তাতে রীতিমতো হকচকিয়ে গেলেন জিআরপি-এর আধিকারিকরা।
কিন্তু এবার এমনই এক টহলদারির সময় যা ঘটল উত্তরপ্রদেশের একটি ছোট্ট স্টেশনে তাতে রীতিমতো হকচকিয়ে গেলেন জিআরপি-এর আধিকারিকরা।
advertisement
5/15
প্রতাপগড় জিআরপি সেদিনও অন্যান্য দিনের মতো স্টেশনে টহল দিচ্ছিল। আর পাঁচদিনের মতোই প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন আসা-যাওয়া করছিল। ট্রেন ঢুকলেই স্টেশনে তৎপরতা বাড়ে। যাত্রী, ভেন্ডর ও রেলকর্মীদের মধ্যে স্বভাবতই এই সময় ব্যস্ততাও থাকে তুঙ্গে।
প্রতাপগড় জিআরপি সেদিনও অন্যান্য দিনের মতো স্টেশনে টহল দিচ্ছিল। আর পাঁচদিনের মতোই প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন আসা-যাওয়া করছিল। ট্রেন ঢুকলেই স্টেশনে তৎপরতা বাড়ে। যাত্রী, ভেন্ডর ও রেলকর্মীদের মধ্যে স্বভাবতই এই সময় ব্যস্ততাও থাকে তুঙ্গে।
advertisement
6/15
জিআরপি কর্মীরাও এই সময় আরও সক্রিয় হয়ে ওঠেন। এমনই একটা সময় বারাণসীর উদ্দেশ্যে যাওয়ার একটি ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। জিআরপি কর্মীরা টহল দিচ্ছিলেন। তাঁরা লক্ষ্য করেন একজন যাত্রী কোচে উঠছেন।
জিআরপি কর্মীরাও এই সময় আরও সক্রিয় হয়ে ওঠেন। এমনই একটা সময় বারাণসীর উদ্দেশ্যে যাওয়ার একটি ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। জিআরপি কর্মীরা টহল দিচ্ছিলেন। তাঁরা লক্ষ্য করেন একজন যাত্রী কোচে উঠছেন।
advertisement
7/15
কিন্তু অদ্ভুত ভাবে কিছুক্ষণ পরই লোকটি ট্রেনের অন্য গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন। যেহেতু জিআরপি কর্মীরা যাত্রীদের উপর নজর রাখছিলেন, তাই তাঁদের চোখ এড়ায়নি এই কাণ্ডটি।
কিন্তু অদ্ভুত ভাবে কিছুক্ষণ পরই লোকটি ট্রেনের অন্য গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন। যেহেতু জিআরপি কর্মীরা যাত্রীদের উপর নজর রাখছিলেন, তাই তাঁদের চোখ এড়ায়নি এই কাণ্ডটি।
advertisement
8/15
জিআরপি কর্মীরা দেখেন, লোকটি যখন ট্রেনের ভেতরে ঢুকছিলেন, তখন তার হাতে একটি লাল রঙের ব্যাগ ছিল, কিন্তু ফিরে আসার সময় তিনি একটি কালো ব্যাগ নিয়ে বেরিয়ে আসেন। এই সময় ব্যাগের আকারও অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছিল।
জিআরপি কর্মীরা দেখেন, লোকটি যখন ট্রেনের ভেতরে ঢুকছিলেন, তখন তার হাতে একটি লাল রঙের ব্যাগ ছিল, কিন্তু ফিরে আসার সময় তিনি একটি কালো ব্যাগ নিয়ে বেরিয়ে আসেন। এই সময় ব্যাগের আকারও অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছিল।
advertisement
9/15
জিআরপি জওয়ানদের বিষয়টি দেখেই সন্দেহ হয়। তাঁরা তৎক্ষণাৎ যাত্রীটিকে থামিয়ে জিজ্ঞাসা করেন, 'আপনি কী করছেন? এটা কী ধরণের ম্যাজিক?
জিআরপি জওয়ানদের বিষয়টি দেখেই সন্দেহ হয়। তাঁরা তৎক্ষণাৎ যাত্রীটিকে থামিয়ে জিজ্ঞাসা করেন, 'আপনি কী করছেন? এটা কী ধরণের ম্যাজিক?" এমন কী করে সম্ভব? তিনি তো একটি অন্য রঙের ব্যাগ নিয়ে ভেতরে গিয়েছিলেন কিন্তু বেরিয়ে এলেন আরেক রঙের ব্যাগ নিয়ে। কেস টা কী? আবার করে দেখাও দেখি!"
advertisement
10/15
অপ্রত্যাশিত এই প্রশ্নে হকচকিয়ে যায় লোকটি। মুহূর্তে বদলে যায় মুখের রং। আর ঠিক তখনই ট্রেনের ভিতর থেকে ভেসে এল চিৎকার!
অপ্রত্যাশিত এই প্রশ্নে হকচকিয়ে যায় লোকটি। মুহূর্তে বদলে যায় মুখের রং। আর ঠিক তখনই ট্রেনের ভিতর থেকে ভেসে এল চিৎকার!
advertisement
11/15
কেউ হঠাৎ চিৎকার করে উঠল
কেউ হঠাৎ চিৎকার করে উঠল "আমার ব্যাগ চুরি হয়ে গেছে, আমার ব্যাগ নিয়ে গেল কেউ! আমার কালো রঙের ব্যাগ!"
advertisement
12/15
সেই আওয়াজ অবশ্য জিআরপি জওয়ানদের কানে পৌঁছতে সময় লাগেনি। তাঁরা তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে লোকটিকে ধরে ফেলেন।
সেই আওয়াজ অবশ্য জিআরপি জওয়ানদের কানে পৌঁছতে সময় লাগেনি। তাঁরা তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে লোকটিকে ধরে ফেলেন।
advertisement
13/15
জিজ্ঞাসাবাদে জানা যায় লোকটির নাম পঙ্কজ কুমার। প্রতাপগড়ের বাসিন্দা। তার ব্যাগ তল্লাশি করা হলে সেখান থেকে মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। সে জানায়, সে নাকি এক গেট থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনে চড়ত এবং কিছুক্ষণ পর অন্য গেট থেকে নেমে যেত। শুধু তাই নয়, তার কাছে সবসময় একটি ব্যাগ থাকত।
জিজ্ঞাসাবাদে জানা যায় লোকটির নাম পঙ্কজ কুমার। প্রতাপগড়ের বাসিন্দা। তার ব্যাগ তল্লাশি করা হলে সেখান থেকে মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। সে জানায়, সে নাকি এক গেট থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনে চড়ত এবং কিছুক্ষণ পর অন্য গেট থেকে নেমে যেত। শুধু তাই নয়, তার কাছে সবসময় একটি ব্যাগ থাকত।
advertisement
14/15
এখানেই শেষ নয়, কোচে ওঠার পর সে ব্যাগটি কোথাও একটা রেখে কিছুক্ষণ বসে থাকত। এই সময় সে শিকারের খোঁজ করত। পরমুহূর্তে সে বলত এখানে অনেক ভিড়, পরের কোচটি খালি। ওখানে যাই। আর ঠিক তখনই সে তার খালি ব্যাগটি রেখে অন্য কোনও কাটরির ব্যাগ তুলে চলে যেত।
এখানেই শেষ নয়, কোচে ওঠার পর সে ব্যাগটি কোথাও একটা রেখে কিছুক্ষণ বসে থাকত। এই সময় সে শিকারের খোঁজ করত। পরমুহূর্তে সে বলত এখানে অনেক ভিড়, পরের কোচটি খালি। ওখানে যাই। আর ঠিক তখনই সে তার খালি ব্যাগটি রেখে অন্য কোনও কাটরির ব্যাগ তুলে চলে যেত।
advertisement
15/15
এমন পরিস্থিতিতে ধরা পড়লে সে বলে দিল যে সে ভুল করে নিজের ব্যাগের পরিবর্তে অন্য ব্যাগ তুলে ফেলেছে। আর এই ভাবেই অবলীলায় এই চুরি চালিয়ে যেত।
এমন পরিস্থিতিতে ধরা পড়লে সে বলে দিল যে সে ভুল করে নিজের ব্যাগের পরিবর্তে অন্য ব্যাগ তুলে ফেলেছে। আর এই ভাবেই অবলীলায় এই চুরি চালিয়ে যেত।
advertisement
advertisement
advertisement