মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘রাজ্যে অনেক শিল্প হচ্ছে। জঙ্গলমহলকে কেন্দ্র করে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। এই উৎসবে (অর্থাৎ এ বারের দুর্গাপুজোয়) ৫০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। রাজনীতি খুব ভাল। কিন্তু নেতিবাচক রাজনীতি ভাল নয় রাজ্যের জন্য নয়। আমার বিরোধীদেরও বিজয়ার শুভেচ্ছা জানাই। তাঁদের সুস্থতা কামনা করি।’’ রাজ্যের মুখ্যসচিব বলেন, ‘‘আজ খুব আনন্দের দিন। ইচ্ছাপত্র দেওয়া হল করন আদানিকে।তাজপুর পোর্ট নিয়ে ওরা আরও কাজ করতে পারবেন। তাজপুর পোর্ট নিয়ে অনেক কিছু হচ্ছে৷’’
advertisement
আরও পড়ুন: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক
আরও পড়ুন: 'বিলম্বিত বোধোদয়', তাপস রায়কে বিস্ফোরক আক্রমণ দিলীপের! তোলপাড়
উল্লেখ্য, প্রতিবছরই ইকোপার্কে এরকম এক বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়৷ বিভিন্ন মহলের স্বনামধন্য মানুষেরা যেমন এই অনুষ্ঠানে থাকেন, তেমনই থাকেন শিল্পপতিদের একটা বড় অংশ৷ এদিনও ছবিতে ধরা পড়েছে, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে তারকারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তার মধ্যেই করণ আদানির হাতে ইচ্ছাপত্র তুলে দেন মমতা৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়