TRENDING:

Mamata Banerjee Govt: বাড়ি বাড়ি রান্না করা খাবার! মুখ্যমন্ত্রীর নির্দেশে বড় পরিকল্পনা রাজ্য সরকারের, কারা পাবেন সুবিধা?

Last Updated:

Mamata Banerjee Govt: রাজ্য সরকারের নতুন এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ। এছাড়াও নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা আক্রান্তদের পরিবারের জন্য বাড়িতে খাবার প্যাকেট পৌঁছে দিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা দেশের মতোই তৃতীয় ঢেউয়ে (Coronavirus Third Wave) টালমাটাল রাজ্য। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেইন ওমিক্রন। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে করোনা বিধিনিষেধ, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার (Mamata Banerjee Govt) পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। এবার কোভিড (COVID-19) রোগীদের জন্য রান্না করা খাবার (Home Delivery By WB Govt) বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল সরকার। রবিবার বাংলার গর্ব মমতা ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে।
কোভিড পরিস্থিতিতে রাজ্যের হোম ডেলিভারি পরিষেবা 
Representative Image
কোভিড পরিস্থিতিতে রাজ্যের হোম ডেলিভারি পরিষেবা Representative Image
advertisement

আরও পড়ুন: Sourav এর বাড়িতে মমতার দূত! আচমকা মহারাজের দরবারে মুখ্যমন্ত্রী? 

ট্যুইটার পোস্টে লেখা হয়,”রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের (Home Delivery By WB Govt) সিদ্ধান্ত নিয়েছে।” সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে বলে খবর।

advertisement

করোনা পরিস্থিতিতে (West Bengal Covid Situation) বেশ কিছু বাজার বন্ধ। বন্ধ কন্টেইনমেন্ট এলাকার দোকানপাটও। তারমধ্যে বহু বাড়ির প্রায় সব সদস্যের কোভিড পজিটিভ (Covid Positive)। তাই স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের নতুন এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা আক্রান্তদের পরিবারের জন্য বাড়িতে খাবার (Mamata Banerjee Govt) প্যাকেট পৌঁছে দিতে। জেলা প্রশাসনের পাশাপাশি এই কাজ করবে রাজ্য পুলিশও। করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত  (Food for poor Covid Patient) না থাকেন, তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।

advertisement

এর আগেও দেশজুড়ে লকডাউন চলাকালীন রাজ্যের তরফে মানুষের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল (Mamata Banerjee Govt) । এবারও যাতে দরিদ্র মানুষ খাবার (Food for poor Covid Patient) পান, তা জেলাশাসকদের দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, প্যাকেট করে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জেলাশাসকদের বলা হয়েছে, মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে।

advertisement

আরও পড়ুন: দেশ কি ফের লকডাউনের পথে? কোভিড পরিস্থিতি নিয়ে কিছুক্ষণেই জরুরি বৈঠকে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

তবে এবার শুকনো খাবারের পাশাপাশি পৌঁছে দেওয়া হবে রান্না করা খাবারও। কারণ বহু ক্ষেত্রেই দেখা যায়, করোনা আক্রান্তের পক্ষে রান্না করা সম্ভব হয় না। কোথাও আবার গোটা পরিবার সংক্রমিত হচ্ছে। ফলে দুর্বল শরীরে রান্না করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অথচ সুস্থ হতে ওষুধের পাশাপাশি সঠিক পথ্যও  (Food for poor Covid Patient) দরকার। তাই এই তাৎপর্যপূর্ণ উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

যেভাবে করোনার প্রকোপ ফের রাজ্যে বেড়ে চলেছে, তাতে মৃদু উপসর্গযুক্ত বহু আক্রান্তই নিজের ঘরে আইসোলেশনে থাকছেন। তাঁদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এছাড়াও সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যও এই ব্যবস্থা করবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা  (Food for poor Covid Patient)। রাজ্য পুলিশও পৃথকভাবে সেই কাজ চালাবে। প্যাকেটে উল্লেখ করা থাকবে রাজ্য সরকার ও রাজ্য পুলিশের সৌজন্যে এমনটাই সূত্রের খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Govt: বাড়ি বাড়ি রান্না করা খাবার! মুখ্যমন্ত্রীর নির্দেশে বড় পরিকল্পনা রাজ্য সরকারের, কারা পাবেন সুবিধা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল