TRENDING:

Durga Puja 2023: আপনার ক্লাব কি পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’? ১০৪টি পুজো কমিটিকে পুরস্কৃত করল রাজ্য

Last Updated:

Durga Puja 2023 : এছাড়াও, কলকাতা ছাড়া বাকি ২২টি জেলের পুজো কমিটিকেও সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা এই বিভাগগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চমীর বিকেলে প্রকাশিত হল রাজ্য সরকারের দুর্গাপূজার সেরা সম্মান৷ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল ‘বিশ্ববাংলা শারদ সম্মানে’র তালিকার। কলকাতা ওটা পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ দমদম বরানগর বিধান নগর হাওড়া কর্পোরেশনের অধীনে বিশ্ব বাংলা শারদ সম্মান মোট ১০৪ টি পুজো কমিটিকে দেওয়া হচ্ছে। এদিন তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে।
advertisement

মূলত সেরার সেরা ,সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং এই ক্যাটেগরিগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে।

সেরার সেরা দেওয়া হয়েছে ৩৭ টি পূজো কমিটিকে, সেরা মণ্ডপ পাঁচটি পুজো কমিটিকে, সেরা প্রতিমা পাঁচটি পুজো কমিটিকে, সেরা সাবেকি পুজো দুটি, সেরা পরিবেশবান্ধব ১৩টি, সেরা ভাবনা ১৮ টি, বিশেষ পুরস্কার ২৩ টি ও সেরা থিম সং ১ টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: পুজোয় কোন কোন দিন সারারাত মেট্রো? ফার্স্ট মেট্রোই বা কখন? পঞ্চমী থেকে ত্রয়োদশীর রইল সময়সূচি

এছাড়াও, কলকাতা ছাড়া বাকি ২২টি জেলের পুজো কমিটিকেও সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ এবং সেরা সমাজ সচেতনতা এই বিভাগগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজোকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।

advertisement

গত ১২ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে জেলায় জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ অক্টোবর দুর্গাপূজো কার্নিভাল অনুষ্ঠিত হবে রেড রোডে। ১০০টি পূজা কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে। এর পাশাপাশি আগামী ২৬ অক্টোবর বিভিন্ন জেলায় জেলায় হবে কার্নিভাল অনুষ্ঠান। একাধিক জেলায় মহকুমা ভিত্তিক কার্নিভাল অনুষ্ঠানও করা হচ্ছে এ বছর।

advertisement

আরও পড়ুন: কোন মেট্রো স্টেশনে নামলে কী পুজো? উত্তর থেকে দক্ষিণ, করে নিন ঠাকুর দেখার প্ল্যান

কার্নিভালের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে রাজ্য সরকার। গোটা রেড রোড জুড়ে কয়েক হাজার দর্শক বসার ব্যবস্থা করা হচ্ছে। পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করলেও রেড রোডে সশরীরেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি তা নিজেই জানিয়েছেন।

advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: আপনার ক্লাব কি পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’? ১০৪টি পুজো কমিটিকে পুরস্কৃত করল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল