Durga Puja 2023: কোন মেট্রো স্টেশনে নামলে কী পুজো? উত্তর থেকে দক্ষিণ, করে নিন ঠাকুর দেখার প্ল্যান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুজোয় মেট্রোতেও বীভৎস ভিড় থাকে৷ সে কথাও অস্বীকার করা যায় না৷ তবে অন্তত যানজট বা রুট বদলের সমস্যা অন্তত থাকে না৷ তাই মেট্রো রুট ধরে কোন কোন ঠাকুর দেখা যাবে, সেটার প্ল্যান আগে ভাগে সেরে নিন৷ এখানেও থাকছে, এমন কিছু পুজোর হদিস৷
advertisement
আর পুজোর সময় বাস থেকে ট্রেন কী বিপুল ভিড় হয় সে তো সকলেরই জানা৷ ট্যাক্সি, ওলা-উবারের ভাড়া যে কোথায় পৌঁছে যায় তা-ও আবার বলার নয়৷ তার উপরে গাড়ি নিয়ে বেরবেন, সেখানে পার্কিংয়ের সমস্যা৷ এর উপরে যানজট তো থাকবেই৷ কোথা থেকে কোন রাস্তা ওয়ান ওয়ে হয়ে যে কোথায় ঘুরেছে, সেই ম্যাচ বুঝতে বুঝতেই বেলা কেটে যাবে৷ এমন ক্ষেত্রে মেট্রোই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল আসান৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তর কলকাতার নামী পুজো দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন হল শোভাবাজার মেট্রো৷ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখে ঘুরে আসুন আহিরিটোলা, বেনিয়াটোলা, পুজোর দিকটায়৷ তারপরে, একটা অটো ধরে ফের চলে আসুন মেট্রো স্টেশনের কাছে৷ তারপরে একে একে শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো, নবিন পল্লি, কাশী বোস লেন, নতুন দল, নলিনী সরকার স্ট্রিট৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কবি নজরুল মেট্রো স্টেশন অর্থাৎ, গড়িয়া বাজার স্টেশনে থেকে নেমে নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন এবং শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দেখতে পারবেন পাটুলি ক্লাব। কবি সুভাষ মেট্রো স্টেশনে নেমে দেখতে পারবেন সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক।