শুধু সিপিএম নয়, এ দিন নাম না করে কংগ্রেসের রাজ্য স্তরের নেতাদেরও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় স্তরে এক কথা বলে বাংলায় কেন দুই দল অন্য অবস্থান নিচ্ছে তা িনয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷
আরও পড়ুন: ‘তিরিশ সেকেন্ড দেরি হলেই…’ ঝড়ঝঞ্ঝায় কপ্টারে ঘটতে পারত মারণ দুর্ঘটনা, বললেন মমতা
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএম কংগ্রেস যে কথা দিল্লিতে বলছে সেকথা রাজ্যেও ওদের মেনটেন করা উচিত৷ ওদের কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই এতে বাহবা দেবেন না৷ ওদের লোকাল লিডাররা নিজেদের ভগবানের বাবা ভাবে৷ সাম্প্রদায়িক কথা বলছে৷ ওদের মণিপুর দেখে শেখা উচিত৷’
সিপিএম- কংগ্রেসের পাশাপাশি এ দিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি-র আর্থিক মদতে পুষ্ট হয়েই তৈরি হয়েছে আইএসএফ৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সম্পর্ক যতই তিক্ত হোক না কেন, বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠকেও যোগ দিতে যাবেন তিনি৷