TRENDING:

Mamata on Modi: ‘আপনি থাকবেন নাকি সেটা দেখুন,’ মোদিকে কোন কথা মনে করালেন মমতা, ‘নীতি’ নিয়ে তোপ

Last Updated:

এদিন তাঁর নীতি আয়োগের বৈঠক বয়কট করা নিয়েও স্পষ্ট কারণ দর্শান মুখ্যমন্ত্রী৷ গত বছর নীতি আয়োগে বৈঠকে ঘটে যাওয়া ঘটনা মনে করিয়ে মমতা বলেন, ‘‘নীতি আয়োগের বৈঠকের কথা বলছেন? নেতাজি নিয়ে কমিটি কেন ভেঙে দিলেন? কী নীতি? কী আয়োগ?’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আলিপুরদুয়ারের সভামঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, “আমার সামনে হাজার হাজার সংখ্যায় বিজেপি কর্মকর্তারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো মোদিজির সৈনিক হয়ে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ করে তৃণমূলকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ফেলবে।’’ তার উত্তর এল কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক থেকে৷ বললেন, ‘‘ওঁর উপস্থিতিতে ওঁরই এক মন্ত্রী বলছেন, যে ভাবে অপারেশন সিঁদুর হয়েছে, সেই ভাবেই অপারেশন বাংলা হবে৷ আমি প্রশ্ন তুলছি, এটা কি সময় এটা বলার? মোদিজি যেটা বলেছেন সেটা শকিং আমাদের জন্য।’’ তারপরই কথায় কথায় মোদিকে উদ্দেশ্য করে তাঁর উত্তর, ‘‘তার আগে আপনি থাকবেন নাকি থাকবেন না সেটা দেখুন।’’
News18
News18
advertisement

ছাব্বিশে পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচন৷ তার আগে কোমর বাঁধছে তৃণমূল-বিজেপি৷ আলিপুরদুয়ার থেকে যেমন বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তেমনই তৃণমূলস্তরে সংগঠন চাঙ্গা করতে ঢেলে সাজাচ্ছে স্থানীয় নেতৃত্ব৷

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুরে’র পরে ‘অপারেশন বাংলা’! নামকরণে আসলে রাজনীতি, কটাক্ষ মমতার

বৃহস্পতিবার সেই নির্বাচন প্রসঙ্গেই মমতা বলেন, ‘‘ওঁর উপস্থিতিতে ওঁরই এক মন্ত্রী বলছেন, যে ভাবে অপারেশন সিঁদুর হয়েছে, সেই ভাবেই অপারেশন বাংলা হবে৷ আমি প্রশ্ন তুলছি, এটা কি সময় এটা বলার? মোদিজি যেটা বলেছেন সেটা শকিং আমাদের জন্য।’’

advertisement

মমতার কথায়, ‘‘বাংলায় নির্বাচন অনেক দেরি। তার আগে আপনি থাকবেন নাকি থাকবেন না সেটা দেখুন। আপনারাই তো বলেছিলেন ৭৫ বছর পর আর থাকবেন না। আগে আপনাদের নীতি ঠিক করুন।’’

আরও পড়ুন :’তরুণ প্রজন্মকে রাস্তায় নামিয়েছে তৃণমূল’, শিক্ষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এখন আদালতকে দুষছে: মোদি

advertisement

মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতার মন্তব্য, ‘‘কাল ইলেকশন করুন। আমরা তৈরি আছি। কিন্তু, আবারও বলছি, সময়টা দেখুন৷’’

এদিন তাঁর নীতি আয়োগের বৈঠক বয়কট করা নিয়েও স্পষ্ট কারণ দর্শান মুখ্যমন্ত্রী৷ গত বছর নীতি আয়োগে বৈঠকে ঘটে যাওয়া ঘটনা মনে করিয়ে মমতা বলেন, ‘‘নীতি আয়োগের বৈঠকের কথা বলছেন? নেতাজি নিয়ে কমিটি কেন ভেঙে দিলেন? কী নীতি? কী আয়োগ? গত বছর গেছিলাম আমি। গত বছর রাজনাথ সিং সভাপতিত্ব করেছিলেন। যখন আমার বলার সময় এসেছিল তখন ৪ মিনিট বলার পরে বলতে দেওয়া হয়নি। এটা কি অপমান নয়? আমার লাঞ্চ করতে যাওয়া উদ্দেশ্যে নয়, কথা বলতে যাওয়াটাই উদ্দেশ্য। ’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata on Modi: ‘আপনি থাকবেন নাকি সেটা দেখুন,’ মোদিকে কোন কথা মনে করালেন মমতা, ‘নীতি’ নিয়ে তোপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল