TRENDING:

Mamata Banerjee on SSC Scam: 'এত টাকা উঠল, জানলে আগেই অ্যাকশন নিতাম', বিরোধীদের আক্রমণের জবাব মমতার

Last Updated:

দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে একুশ কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই টাকা আসলে এসএসসি-তে বেআইনি ভাবে নিয়োগের বিনিময়ে চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি-তে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার মতো গুরুতর অপরাধ ঘটে থাকলেও তিনি তা জানতেন না৷ জানলে আগেই তিনি ব্যবস্থা নিতে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নজরুল মঞ্চে রাজ্য সরকারের পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে এসএসসি কেলেঙ্কারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷
এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে সরব মুখ্যমন্ত্রী৷
এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে সরব মুখ্যমন্ত্রী৷
advertisement

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধারের ঘটনা সামনে এনে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ কিন্তু এই দুর্নীতির দায় কোনওভাবেই যে তাঁর বা তাঁর সরকারের নয়, এ দিন বার বার সেকথাই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, 'সত্যি' সামনে আনার দাবি জানালেন মমতা

advertisement

দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে একুশ কোটি টাকারও বেশি উদ্ধার করেছে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই টাকা আসলে এসএসসি-তে বেআইনি ভাবে নিয়োগের বিনিময়ে চাকরিপ্রার্থীদের থেকে নেওয়া হয়েছে৷ এই অভিযোগের সূত্রেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷

আরও পড়ুন: 'ট্র্যাপও তো হতে পারে!' টাকা উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত মমতার

advertisement

এ দিন এই টাকা নেওয়ার প্রসঙ্গেও সরব হয়েছেন মমতা৷ বিরোধীদের অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, 'আমরা আইন মেনে চলি৷ এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হল৷ এত যে টাকা উঠল আমি তো জানব? জানতেই তো পারলাম না৷ কেউ তো কোথাও জানাননি৷ জানালে তখনই তো অ্যাকশন হত৷' মমতা আরও প্রশ্ন করেন, 'একলক্ষ ছেলেমেেয়র চাকরি হল, দুশো জন কমপ্লেন করল৷ তাহলে কি এক লক্ষ ছেলেমেয়েকে এক করে দেখবেন? এভাবে চললে তো চাকরি কমে যাবে!'

advertisement

তবে বড় সংখ্যায় নিয়োগ করতে গেলে যে কিছু অনিয়মের সম্ভাবনা থেকেই যায়, এ দিন সে কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে৷ মমতা বলেন, 'একশোটা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? এই যে এখানে এত বেসরকারি চ্যানেল আছে, আপনারা কাকে নেবেন, কাকে রাখবেন সেটা আপনার চয়েস৷'

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'এই অনুষ্ঠানে আরও বিশিষ্ট অনেকে আছেন, তা সত্ত্বেও এই কথাগুলি আমাকে বলতেই হল৷ আমাকে ক্ষমা করবেন৷ কারণ চুপ করে থাকলে বলত আমি ভয় পেয়েছি৷ '

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on SSC Scam: 'এত টাকা উঠল, জানলে আগেই অ্যাকশন নিতাম', বিরোধীদের আক্রমণের জবাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল