দুয়ারে সরকারের পাশাপাশি 'পাড়ায় সমাধান' কর্মসূচি নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর এ দুটির পাশাপাশি দপ্তর ধরে ধরে সচিবদের সঙ্গে পর্যালোচনাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: আসানসোলের জন্য নয়, জেতার পর শত্রুঘ্নকে অন্য গুরুদায়িত্ব দিলেন মমতা!
সেক্ষেত্রে দপ্তরগুলির সঙ্গে যাতে জেলাগুলির সমন্বয় থাকে সেই বিষয় নিয়ে আলোচনায় উঠতে পারে। প্রসঙ্গত বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরগুলির সঙ্গে জেলাগুলির সমন্বয় সাধন করা নিয়ে জোর দিয়েছেন। দুয়ারে সরকারের এই সাফল্য আগামী দিনে রাজ্যের সামাজিক সুরক্ষা মূলক প্রকল্পগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছে প্রশাসনিক মহল।
advertisement
যোগী রাজ্য থেকে এভাবে দুয়ারের সরকারের সাফল্যের স্বীকৃতিকে ভাগ করে নিতে মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার বিডিও এসডিও-দের সঙ্গেও আলোচনা করতে চান। প্রশাসনের একাংশ মনে করছেন যেহেতু দুয়ারে সরকার প্রকল্পের কার্যকারিতার দিক থেকে জেলাগুলির বিডিও, এসডিও, আইসি, ওসিদের বিপুল পরিশ্রম করতে হয়েছে তার জন্য দুয়ারে সরকার এই সাফল্য পেয়েছে।
আরও পড়ুন: তাপপ্রবাহে কী করণীয়, হিট স্ট্রোকের কী চিকিৎসা? সতর্কতা জারি করল রাজ্য সরকার
দুয়ারে সরকারের মাধ্যমেই লক্ষ্মীর ভান্ডার বিপুল সাফল্য পেয়েছে। শুধু তাই নয়, দুয়ারের সরকারের মাধ্যমে রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা মূলক প্রকল্প ব্যাপক সাড়া পেয়েছে। তার জন্য এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মে মাসের প্রথম দিক থেকেই ফের দুয়ারে সরকার শুরু হবে। সে ক্ষেত্রে রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ। যদিও আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মে মাসের শুরু হতে চলা দুয়ারে সরকার এর ক্ষেত্রে বেশ কিছু নতুন দিকনির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনটাই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।