Mamata Banerjee message for Shatrughan Sinha: আসানসোলের জন্য নয়, জেতার পর শত্রুঘ্নকে অন্য গুরুদায়িত্ব দিলেন মমতা!

Last Updated:

মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দেন, ক্ষমতায় আসার পর থেকেই বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে তাঁর সরকার৷

শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী৷
শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী৷
#কলকাতা: আসানসোলের সাংসদ নির্বাচিত হয়েছেন৷ কিন্তু শত্রুঘ্ন সিনহাকে এবার অন্য গুরুদায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলিউডের নামজাদা সিনেমা নির্মাতারা যাতে বাংলা সিনেমাতেও বিনিয়োগ করে, সে বিষয়ে কথা বলার জন্য আসানসোলের সাংসদকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নজরুল মঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে আসানসোলের সাংসদের উদ্দেশে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী৷
করোনা অতিমারির জন্য পিছিয়ে যাওয়ার পর এ দিনই ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আসানসোলের সাংসদ এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷
advertisement
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দেন, ক্ষমতায় আসার পর থেকেই বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে তাঁর সরকার৷ হিন্দি এবং অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সিনেমাকেও যাতে সমান গুরুত্ব দিয়ে দেখানো হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার আইন এনেছে বলেও জানান মমতা৷ যদিও আক্ষেপের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, 'আমি মনে করি বাংলা সিনেমাই শ্রেষ্ঠ৷ কিন্তু সেভাবে তার ব্র্যান্ডিং করা যায়নি৷ আমরা বলিউডের সিনেমাকে সম্মান করি৷ বলিউডে অনেক টাকা, কিন্তু বাংলায় তা নেই৷'
advertisement
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী শত্রুঘ্ন সিনহার উদ্দেশে বলেন, 'আমি শত্রুঘ্নজিকে অনুরোধ করব আপনি বলিউডের সিনেমা নির্মাতাদের সঙ্গে কথা বলুন৷ যাতে তারা এখানে বিনিয়োগ করে৷ আমাদের এখানে মেধার কোনও অভাব নেই৷' এর পাশাপাশি, আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও ডাকা হবে৷
advertisement
বক্তব্য রাখতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, 'তাঁদের সেবা করতে সুযোগ দেওয়ার জন্য আসানসোলের মানুষকে ধন্যবাদ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন৷ আমি বরাবর মানিকদার (সত্যজিৎ রায়) ভক্ত ছিলাম৷ মৃণাল সেন আমাকে বেছেছিলেন৷ প্রসেনজিৎও খুব ভালো কাজ করছে৷ আমি আপনাদের ছিলাম, আছি, থাকবো৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee message for Shatrughan Sinha: আসানসোলের জন্য নয়, জেতার পর শত্রুঘ্নকে অন্য গুরুদায়িত্ব দিলেন মমতা!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement