Mamata Banerjee message for Shatrughan Sinha: আসানসোলের জন্য নয়, জেতার পর শত্রুঘ্নকে অন্য গুরুদায়িত্ব দিলেন মমতা!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দেন, ক্ষমতায় আসার পর থেকেই বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে তাঁর সরকার৷
#কলকাতা: আসানসোলের সাংসদ নির্বাচিত হয়েছেন৷ কিন্তু শত্রুঘ্ন সিনহাকে এবার অন্য গুরুদায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলিউডের নামজাদা সিনেমা নির্মাতারা যাতে বাংলা সিনেমাতেও বিনিয়োগ করে, সে বিষয়ে কথা বলার জন্য আসানসোলের সাংসদকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন নজরুল মঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে আসানসোলের সাংসদের উদ্দেশে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী৷
করোনা অতিমারির জন্য পিছিয়ে যাওয়ার পর এ দিনই ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আসানসোলের সাংসদ এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷
advertisement
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মনে করিয়ে দেন, ক্ষমতায় আসার পর থেকেই বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে তাঁর সরকার৷ হিন্দি এবং অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সিনেমাকেও যাতে সমান গুরুত্ব দিয়ে দেখানো হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার আইন এনেছে বলেও জানান মমতা৷ যদিও আক্ষেপের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, 'আমি মনে করি বাংলা সিনেমাই শ্রেষ্ঠ৷ কিন্তু সেভাবে তার ব্র্যান্ডিং করা যায়নি৷ আমরা বলিউডের সিনেমাকে সম্মান করি৷ বলিউডে অনেক টাকা, কিন্তু বাংলায় তা নেই৷'
advertisement
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী শত্রুঘ্ন সিনহার উদ্দেশে বলেন, 'আমি শত্রুঘ্নজিকে অনুরোধ করব আপনি বলিউডের সিনেমা নির্মাতাদের সঙ্গে কথা বলুন৷ যাতে তারা এখানে বিনিয়োগ করে৷ আমাদের এখানে মেধার কোনও অভাব নেই৷' এর পাশাপাশি, আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদেরও ডাকা হবে৷
advertisement
বক্তব্য রাখতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, 'তাঁদের সেবা করতে সুযোগ দেওয়ার জন্য আসানসোলের মানুষকে ধন্যবাদ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন৷ আমি বরাবর মানিকদার (সত্যজিৎ রায়) ভক্ত ছিলাম৷ মৃণাল সেন আমাকে বেছেছিলেন৷ প্রসেনজিৎও খুব ভালো কাজ করছে৷ আমি আপনাদের ছিলাম, আছি, থাকবো৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 6:05 PM IST