বিজেপি-সিপিআইএমকে কটাক্ষ করে মমতার বক্তব্য, 'কবে সারদা, নারদা, সিপিআইএমের সময় হল, ধরলেন আমাদের লোক কেন? সিঙ্গুর, নন্দীগ্রাম কেন বিচার হল না? এই সব কেসের তিন মাসের মধ্য ফাস্ট ট্রাক কোর্ট করে বিচার করতে হবে। লজ্জা লাগছিল ওড়িশাতে যেতে হবে। কেন্দ্রের যেখানে ছোঁওয়া আছে, যেতে হবে সেখানে। কেন, বাংলাতে কিছু নেই? বাংলার মানুষের অসন্মান নয়, তোমরা কি মনে করো কেন্দ্র সাধু, রাজ্যগুলো চোর? রাজ্যগুলো আছে বলে বেঁচে আছে'।
advertisement
আরও পড়ুন: 'সে নাকি পার্থর বন্ধু, দলের সঙ্গে কোনও যোগ নেই', নাম না করে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন মমতা
সোমবার সকালেই এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এইমস ভুবনেশ্বরে কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি হয়। যাঁরা পার্থর স্বাস্থ্য পরীক্ষা করেন সোমবার। এদিন বিকেলে এইমসের রিপোর্টে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ED-র র্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
পার্থ চট্টোপাধ্যায়ের গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই৷ পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷ সেই অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের ইডি হেফাজতের আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা।