মমতার দাবি, ‘১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, বাড়ি ভেঙে মানুষ মারা গেল, গরীব মানুষ মারা গেল। তাদের ব্যাপারে বললেন না। আমরা তাদের দেখছি। টাকাটা কাদের? রাজ্যের টাকা। মাছের তেলে মাছ ভাজা। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। ক্রিকেট, ফুটবল, রেল স্টেশন, মেট্রো সব গেরুয়া করে দিয়েছে। সুস্বাস্থ্য নিয়ে আমাদের চিঠি দিচ্ছে। ওয়াশরুম খালি পিএমের নামে করতে বাকি রেখেছ।’
advertisement
তিনি আরও বলেন, ‘আজ ট্রেনের ভাড়া, বিমান ভাড়ার চেয়ে বেশি। আমি ইজ্জত চালু করেছিলাম। সেই ইজ্জত কোথায়। আমাদের এমপি’র টাকায় আমরা ৩০০০ মানুষের বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছি। ১০০ দিনের কাজ যারা করেন, তাদের আমি কাজ করাচ্ছি। এক শ্রেণির লোক সব পাবে। আর গরিব মানুষ কিছু পাবে না। তাদের জন্য কিছু নয়। তারা খালি অট্টালিকা বানাবে। আমাদের রাজ্যে বিরোধী দল মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না।’
আরও পড়ুন: পাতে তেজপাতা পড়লে ফেলে দেন, না পাতায় লেগে থাকা খাবার চেটে খান? জরুরি কথা জানুন
এদিন ফের একবার বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘বাংলাকে বঞ্চনা করছে। স্বাস্থ্য টাকা বন্ধ। খাদ্যে বন্ধ করতে চলেছে। গ্যাসের দাম ভোট বলে কমাচ্ছে। বেটি বাঁচাও, বেটি ভাগাও হয়েছে। হেরিটেজ ভেঙে দিচ্ছে। আমার দুঃখ লাগে যে আমি যেখানে বসে কাজ করতাম সেটাও ভেঙে দিয়েছে। বিজেপির কিছু ফেউ হয়েছে। যারা বিভাজন করে বেড়ায়। তাদের মুখে বঞ্চনার কথা শোনা যায় না। বাংলাতে ওরা অত্যাচার, অনাচার করেছে। অপসংস্কৃতি করেছে।’
আবীর ঘোষাল
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F