TRENDING:

Mamata Banerjee: একটু দূরেই তখন অমিত শাহ, বিধানসভায় বিজেপিকে নিয়ে মমতার মন্তব্য়ে তুমুল তোলপাড়

Last Updated:

Mamata Banerjee: ফের একবার বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধর্মতলায় অমিত শাহের সভার দিনই বিধানসভায় বিরোধী দল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘১০০ দিনের কাজ করে যারা দিনের পর দিন টাকা পেলেন না তখন। তাদের জন্য তো হৃদয় কাঁদে না। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন। আছে যার যার ভুরি ভুরি, সেই করে বেশি চুরি। গেরুয়া বসন পরলেই সাধু হওয়া যায় না।’
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
advertisement

মমতার দাবি, ‘১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা, বাড়ি ভেঙে মানুষ মারা গেল, গরীব মানুষ মারা গেল। তাদের ব্যাপারে বললেন না। আমরা তাদের দেখছি। টাকাটা কাদের? রাজ্যের টাকা। মাছের তেলে মাছ ভাজা। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। ক্রিকেট, ফুটবল, রেল স্টেশন, মেট্রো সব গেরুয়া করে দিয়েছে। সুস্বাস্থ্য নিয়ে আমাদের চিঠি দিচ্ছে। ওয়াশরুম খালি পিএমের নামে করতে বাকি রেখেছ।’

advertisement

আরও পড়ুন: আন্ডারওয়ার্ল্ড যোগ-জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা-IPL ম্যাচে হাতাহাতি! প্রীতির জীবনের এই ঘটনা জানলে শিউরে উঠবেন

তিনি আরও বলেন, ‘আজ ট্রেনের ভাড়া, বিমান ভাড়ার চেয়ে বেশি। আমি ইজ্জত চালু করেছিলাম। সেই ইজ্জত কোথায়। আমাদের এমপি’র টাকায় আমরা ৩০০০ মানুষের বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছি। ১০০ দিনের কাজ যারা করেন, তাদের আমি কাজ করাচ্ছি। এক শ্রেণির লোক সব পাবে। আর গরিব মানুষ কিছু পাবে না। তাদের জন্য কিছু নয়। তারা খালি অট্টালিকা বানাবে। আমাদের রাজ্যে বিরোধী দল মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না।’

advertisement

আরও পড়ুন: পাতে তেজপাতা পড়লে ফেলে দেন, না পাতায় লেগে থাকা খাবার চেটে খান? জরুরি কথা জানুন

এদিন ফের একবার বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘বাংলাকে বঞ্চনা করছে। স্বাস্থ্য টাকা বন্ধ। খাদ্যে বন্ধ করতে চলেছে। গ্যাসের দাম ভোট বলে কমাচ্ছে। বেটি বাঁচাও, বেটি ভাগাও হয়েছে। হেরিটেজ ভেঙে দিচ্ছে। আমার দুঃখ লাগে যে আমি যেখানে বসে কাজ করতাম সেটাও ভেঙে দিয়েছে। বিজেপির কিছু ফেউ হয়েছে। যারা বিভাজন করে বেড়ায়। তাদের মুখে বঞ্চনার কথা শোনা যায় না। বাংলাতে ওরা অত্যাচার, অনাচার করেছে। অপসংস্কৃতি করেছে।’

advertisement

আবীর ঘোষাল

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: একটু দূরেই তখন অমিত শাহ, বিধানসভায় বিজেপিকে নিয়ে মমতার মন্তব্য়ে তুমুল তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল