মঙ্গলবারের অভিযানে আহত হয়েছেন বেশ কয়েজজন পুলিশ অফিসার ও কর্মীরা। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ''গতকাল দেবজিতের হাত ভেঙেছে। জগাছার ওসি-র চোখে লেগেছে। আমি কথা বললাম। মঙ্গলাহাটের বাজারে চূড়ান্ত গুন্ডামি হয়েছে। সব নষ্ট করেছে। বাইরের রাজ্যের লোকেদের নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। কাল পুলিশ গুলি চালাতেই পারত। ওরা গুন্ডামি করতে এসেছিল। আন্দোলন করার অধিকার সবার। কিন্তু সরকারি কাজে বাধা বরদাস্ত করা হবে না। কাল অনেক পুলিশ আহত হয়েছে। আন্দোলন করার নাম করে বোমা নিয়ে আসবে? যারা যারা কাল গাড়িতে আগুন ধরিয়েছে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।''
advertisement
আরও পড়ুন: মাস্টারস্ট্রোক দিল তৃণমূল, দলের সঙ্গে মিশে যাচ্ছে টিডিএফ! বড় সাফল্য
আরও পড়ুন: সৌজন্যের রাজনীতি ফিরহাদের, মীনাদেবীকে দেখতে গিয়ে করলেন বড় ঘোষণা
প্রসঙ্গত, গতকালই বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে পূর্ব মেদিনীপুরের তমলুক৷ জামাকাপড় ছিঁড়ে গিয়েছে৷ জাতীয় সড়কের উপর দিয়ে প্রাণ ভয়ে পালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান৷ আর তার পিছন পিছন ছুটছেন মারমুখী বিজেপি কর্মীরা৷ শেষ পর্যন্ত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে পুলিশ৷ সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, '' কালকে যাকে মেরেছিল তার বাড়িতে গেছিল কেউ? তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দিন। আমি দেখে নেব।''