TRENDING:

Mamata Banerjee: SSKM-র উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী! আজই হতে পারে অস্ত্রোপচার

Last Updated:

Mamata Banerjee: এসএসএকেএম-র উডবার্ন ব্লকে এদিন এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন এসএসকেএম এর ডিরেক্টর মনীময় বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসএকেএম-র উডবার্ন ব্লকে এদিন এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন এসএসকেএম এর ডিরেক্টর মনীময় বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি। এই অস্ত্রোপচার হওয়ার পরে তাঁকে প্রায় ২৪ ঘন্টা পা সোজা রাখতে হবে। তারজন্য তিনি ওই হাসপাতালেই থাকতে পারেন। মুখ্যমন্ত্রী আসার জন্য আগেই চলেছে কড়া নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি।
SSKM-র উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী
SSKM-র উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী
advertisement

সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হবেন। ওই কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হয়েছে। হাসপাতালে সূত্রে খবর মুখ্যমন্ত্রীর, বাঁ হাঁটুর এসিএল (Anterior Cruciate Ligament) -এ জল জমেছে। যদি ওই জল না বার করা হয়, তবে ব্যাথা বাড়বে। আর যদি জল বের করে দেওয়া হয় তবে দ্রুত তাঁর যে চোট তা কমে যাবে। তবে ওই জল বাড় করে দেওয়ার পরে প্রায় ২৪ ঘন্টা পা সোজা করে রাখতে হয়। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এই নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারে জরুরি অবতরণের জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে আসার পর তাঁকে এম আর আই করতে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন, প্রাণহানি, বিপর্যস্ত যোগাযাগ, বন্ধ স্কুল! প্রবল বর্ষণে বিধ্বস্ত এই রাজ্যগুলি

আরও পড়ুন, আর অপেক্ষা নয়, বৃহস্পতিতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন মমতা! হবে অপারেশন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তাতে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেন। তখন, হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর থেকে বাড়িতেই নিয়মিত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি শুরু হয়। চিকিৎসকেরাও তাঁকে কালীঘাটের বাড়িতে গিয়ে পরীক্ষাও করেন সেই সময়ে। তবে নিউজ ১৮ বাংলা-র একান্ত সাক্ষাৎকারেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চলেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: SSKM-র উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী! আজই হতে পারে অস্ত্রোপচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল