এর পাশাপাশি ইউক্রেনে (Ukraine) আটক ভারতীয়দের দ্রুত উদ্ধারেও রাজ্য যে সবরকম ভাবে কেন্দ্রের পাশে থাকবে, সেই আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাতীয় স্বার্থে যাবতীয় রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখেই কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: ফের জরুরি বৈঠকে মোদি, ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধারে যাচ্ছেন চার কেন্দ্রীয় মন্ত্রী
advertisement
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আন্তর্জাতিক এই সঙ্কটের মুহূর্তে আমাদের যাবতীয় রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ দেশ হিসেবে আমরা নিজেদের তুলে ধরব৷ যাতে আমাদের দেশের সম্মান অটুট থাকে৷ আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যে নীতি অনুসরণ করে চলি, তা যাতে স্থিতিশীল থাকে, সেই কারণেই আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি৷ আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় একজন সিনিয়র মুখ্যমন্ত্রী এবং জাতীয় দলের নেত্রী হিসেবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে আমাদের এই দীর্ঘদিনের রীতিকেই মেনে চলার কথাই আমি আপনাকে জানাতে চাই৷'
আরও পড়ুন: বোতল বোতল মদ ফেলা হচ্ছে নর্দমায়! ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিপাকে ভদকা!
একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, ভারত স্বাধীনতার পর থেকেই আন্তর্জাতিক শান্তির পক্ষে এবং আগ্রাসন, অনুপ্রবেশ, হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে৷ বর্তমান সঙ্কটের পরিস্থিতি কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী এই বিষয়গুলি মাথায় রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷
সবশেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, বর্তমান সঙ্কটের পরিস্থিতিতে দেশ হিসেবে ভারতের অবস্থান আরও দৃঢ় করার জন্য প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকার কথা বিবেচনা করা উচিত৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে শান্তিপূর্ণ সমাধানের পথ নিয়েই সামনে আসা উচিত বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷