TRENDING:

Haldia IOC Plant Fire: হলদিয়ার অগ্নিকাণ্ডে আহতদের গ্রিন করিডর করে আনা হল কলকাতায়, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Last Updated:

এ দিন দুপুরে হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কারখানার এমএসকিউ প্ল্যান্টে বিধ্বংসী আগুন লাগে (Haldia IOC Plant Fire)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হলদিয়ায় আইওসি কারখানায় (Haldia IOC Plant Fire) অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হল কলকাতায়৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আহতদের দ্রুত সুস্থ করে তুলতে রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ আহতদের গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
হলদিয়ার আইওসি প্ল্যান্টে বড়সড় দুর্ঘটনা৷
হলদিয়ার আইওসি প্ল্যান্টে বড়সড় দুর্ঘটনা৷
advertisement

এ দিন দুপুরে হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কারখানার এমএসকিউ প্ল্যান্টে বিধ্বংসী আগুন লাগে৷ ন্যাপথা পাইপ লাইনে বিস্ফোরণ ঘটেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে৷ ঘটনায় ইতিমধ্যেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷

আরও পড়ুন: হলদিয়ায় আইওসি কারখানায় বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত অন্তত ৪২! গুরুতর জখমদের আনা হচ্ছে কলকাতায়

advertisement

advertisement

দু' জন বাদে বাকি সব আহতকেই কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে খবর৷ তাঁদের মধ্যে সতেরোজনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ৩৫-এর মধ্যে৷ এ ছাড়াও সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল সহ শহরের বিভিন্ন হাসপাতালে আহত শ্রমিকদের চিকিৎসা চলছে৷

আরও পড়ুন: মেয়েকে ধাক্কা দিয়ে রাস্তার ধারে ঠেলে দিলেন! চাদর জড়িয়ে নিজে লরির চাকায় পিষ্ট হলেন মা

advertisement

ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন সূত্রে খবর, প্রতি বছরই একবার শাটডাউন রক্ষণাবেক্ষণের কাজ চলে কারখানায়৷ এ দিনও সেই কাজ চলাকালীনই দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনা ঘটে৷ আহতদের প্রথমে হলদিয়ার পোর্ট হাসপাতাল এবং আইওসি-র নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়৷ বেশ কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকেই আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়৷ ১৬ নম্বর জাতীয় সড়কে গ্রিন করিডর তৈরি করে আহতদের দ্রুত কলকাতায় আনার ব্যবস্থা করে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, 'আইওসি হলদিয়া কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছি৷ তিনটি অমূ্ল্য প্রাণ চলে গিয়েছে৷ এই দুঃসময়ে শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবরকম সহযোগিতা করবে৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Haldia IOC Plant Fire: হলদিয়ার অগ্নিকাণ্ডে আহতদের গ্রিন করিডর করে আনা হল কলকাতায়, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল