এ দিন দুপুরে হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কারখানার এমএসকিউ প্ল্যান্টে বিধ্বংসী আগুন লাগে৷ ন্যাপথা পাইপ লাইনে বিস্ফোরণ ঘটেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে৷ ঘটনায় ইতিমধ্যেই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷
আরও পড়ুন: হলদিয়ায় আইওসি কারখানায় বিধ্বংসী আগুনে মৃত ৩, আহত অন্তত ৪২! গুরুতর জখমদের আনা হচ্ছে কলকাতায়
advertisement
দু' জন বাদে বাকি সব আহতকেই কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে খবর৷ তাঁদের মধ্যে সতেরোজনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁদের প্রত্যেকেরই বয়স ২১ থেকে ৩৫-এর মধ্যে৷ এ ছাড়াও সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল সহ শহরের বিভিন্ন হাসপাতালে আহত শ্রমিকদের চিকিৎসা চলছে৷
আরও পড়ুন: মেয়েকে ধাক্কা দিয়ে রাস্তার ধারে ঠেলে দিলেন! চাদর জড়িয়ে নিজে লরির চাকায় পিষ্ট হলেন মা
ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন সূত্রে খবর, প্রতি বছরই একবার শাটডাউন রক্ষণাবেক্ষণের কাজ চলে কারখানায়৷ এ দিনও সেই কাজ চলাকালীনই দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনা ঘটে৷ আহতদের প্রথমে হলদিয়ার পোর্ট হাসপাতাল এবং আইওসি-র নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়৷ বেশ কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকেই আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়৷ ১৬ নম্বর জাতীয় সড়কে গ্রিন করিডর তৈরি করে আহতদের দ্রুত কলকাতায় আনার ব্যবস্থা করে পুলিশ৷
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, 'আইওসি হলদিয়া কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছি৷ তিনটি অমূ্ল্য প্রাণ চলে গিয়েছে৷ এই দুঃসময়ে শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের গ্রিন করিডর করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবরকম সহযোগিতা করবে৷'