একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ''দুর্নীতির সামনে আনার জন্যই আমার বিরুদ্ধে পদক্ষেপ। প্রধান বিচারপতির কাছে নালিশ করা হচ্ছে। আবার বলছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, করব। যথেষ্ট হয়েছে।"
আরও পড়ুন: হাতে 'গোপন' তথ্য, দিল্লি থেকে আসছেন বাছাই ইডি অফিসাররা! নিশানায় অভিষেক
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''নব মহাকরণের অনুষ্ঠান শেষের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। আমি গিয়ে বলি, ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি নমস্কার করি, উনিও পাল্টা করেন। তিনি জানান, আপনি অনেক কাজ করছেন। আপনি আপনার কাজ চালিয়ে যান।'' বিচারপতির সংযোজন, ''এর পরও দালালরা গিয়ে বলছে, আমি নাকি এটা করছি, ওটা করছি। ওই দালালদের বলব ক্ষমতা থাকলে একটা মামলা নিয়ে আসুন।আমি আইন জানি না, বলা হচ্ছে। আইন কে জানে? আইন একটি বিশাল বিষয়। প্রতিনিয়ত পরিবর্তন হয়।''
advertisement
আরও পড়ুন: অভিষেকের শ্যালিকাকেও ফের তলব, হাই কোর্টের দ্বারস্থ মেনকা! 'ঘর' গোছাচ্ছে ইডি
সোমবারই আবেগঘন ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন,''আমাকে নিয়ে পড়েছ কারণ আমি কোরাপশন সামনে এনেছি তাই। এই আদালতের অনেক বিচারপতিই দেরি করে বসেন। কেউ দুপুর ১২টায় বসেন আবার উঠে যান বিকেল ৩টের সময়। সেই সমস্ত বিচারপতিদের নিয়ে কেন কোনও চিঠি লেখা হয়না?'' এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ''আমি এই চিঠি বরদাস্ত করব না।যারা চিঠিতে সই করেছেন তাদের বলার সুযোগ দেব। আর তারপর ক্রিমিনাল কনটেম্প জারি করব। হাই কোর্ট বারের এক্সিকিউটিভ সদস্য কাকলি নস্করের সই দেখেছি চিঠিতে। আমি তাঁর সঙ্গেও কথা বলতে চাই, বিকেলে চেম্বারে আসুক কাকলি নস্কর। তাঁকে নিয়ে আসুন বার সম্পাদক।''