হাতে 'গোপন' তথ্য, দিল্লি থেকে আসছেন বাছাই ইডি অফিসাররা! নিশানায় অভিষেক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Coal Scam: এবার আর দিল্লি নয়, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেককে। সেই সূত্রেই দিল্লি থেকে একটি টিম আসবে যারা আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
#কলকাতা: সোমবারই দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী অভিষেক নিজেও বলেছিলেন, এই বড় সমাবেশের পর দেখুন চার-পাঁচদিনে কী হয়। অতটা সময়ও লাগল না। মঙ্গলবারই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে ডেকে পাঠাল ইডি। যদিও ইডি সূত্রে অবশ্য খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷ তবে, অভিষেকের কাছে ফের ইডি-র সমন পৌঁছতেই তোলপাড় রাজ্য রাজনীতি।
তবে, এবার আর দিল্লি নয়, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেককে। সেই সূত্রেই দিল্লি থেকে একটি টিম আসবে যারা আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য আরও সামনে এসেছে, সেখান থেকে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। সেই কারণে জিজ্ঞাসাবাদে কলকাতার যারা বিভিন্ন জায়গায় কয়লাকাণ্ডে তল্লাশি করেছিল এবং তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন, সেই ইডি আধিকারিকরাও জিজ্ঞাসাবাদে থাকবেন বলে খবর।
advertisement
advertisement
এছাড়া এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল বেশ কিছু তথ্য মিলেছিল। সেই তথ্যের ভিত্তিতে বয়ান মিলিয়ে দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যে তদন্ত করতে গিয়ে একাধিকবার নাম উঠেছে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। কয়লা পাচারের টাকা কলকাতায় এসেছিল বিনয় মিশ্রর হাত ধরে, সেই টাকা কোথায় গিয়েছে, তিনি কিছু জানেন কিনা, এই প্রশ্নের মুখেও অভিষেককে পড়তে হবে বলে সূত্রের খবর।
advertisement
এর আগেও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে অভিষেককে দীর্ঘ জেরা করেছে ইডি৷ কেন তাঁকে দিল্লিতে জেরা করা হবে, এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রয়োজনে অভিষেক এবং তাঁর স্ত্রীকে কলকাতায় এসে জেরা করার জন্য ইডি-কে নির্দেশ দিয়েছিল আদালত৷ এই নির্দেশের পর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতার বাড়িতে এসে জেরা করেছিল ইডি৷ এবার অভিষেককে জেরা করতে দিল্লি থেকে কলকাতায় আসছেন ইডি-র আধিকারিকরা৷
advertisement
---অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 12:37 PM IST