‘উনি কি কারও ঠোঁট নাড়া দেখে বক্তব্য বুঝতে পারেন...?’ জয় শাহের পাশে দাঁড়িয়ে অভিষেককে খোঁচা শুভেন্দুর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
জয় শাহের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ি, কলকাতা: জয় শাহের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহের 'বিতর্কিত' একটি ভিডিও ভাইরাল হতেই জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ তুলে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিও-সহ ট্যুইট করে নাম না করে অভিষেককে আক্রমণ করেন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটারে লেখেন, ‘‘একটি সাধারণ মুহূর্তের ছবি ধীর গতিতে (স্লো মোশন) চালিয়ে খারাপ কিছু দেখাতে মরিয়া।’’ অভিষেককে খোঁচা দিয়ে শুভেন্দুর প্রশ্ন, ‘উনি কি কারও ঠোঁট নাড়া দেখে বক্তব্য বুঝতে পারেন? সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় অভিষেক অভিযোগ করেছিলেন, ‘‘রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের জয়ের পর জাতীয় পতাকা নিতে ‘অস্বীকার’ করেছেন জয় শাহ'। শুভেন্দু অধিকারীর দাবি, 'জয় শাহ জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করেননি। ভিডিওটি বিকৃত করা হয়েছে'।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারত-পাক ক্রিকেট ম্যাচ চলাকালীন জয় শাহের ‘বিতর্কিত’ একটি ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গেই যুযুধান দুই রাজনৈতিক শিবিরের দুই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে তরজা শুরু হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 10:21 AM IST