ED summons Abhishek Banerjee: মমতার 'আশঙ্কাই' সত্যি হল! অভিষেককে ফের তলব ইডি-র, এবার কলকাতাতেই জেরা

Last Updated:

অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

অভিষেককে তসব করল ইডি৷
অভিষেককে তসব করল ইডি৷
#কলকাতা: কয়লা পাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি৷ আগামী শুক্রবার, ২ সেপ্টেম্বর সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ আদালতের নির্দেশ মেনেই এবার দিল্লির বদলে কলকাতায় তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷
প্রসঙ্গত উল্লেখ্য, গতকালি দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইডি সূত্রে অবশ্য খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷
advertisement
advertisement
এর আগে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে অভিষেককে দীর্ঘ জেরা করেছে ইডি৷ কেন তাঁকে দিল্লিতে জেরা করা হবে, এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রয়োজনে অভিষেক এবং তাঁর স্ত্রীকে কলকাতায় এসে জেরা করার জন্য ইডি-কে নির্দেশ দিয়েছিল আদালত৷ এই নির্দেশের পর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতার বাড়িতে এসে জেরা করেছিল ইডি৷ সূত্রের খবর, অভিষেককে জেরা করতে দিল্লি থেকে কলকাতায় আসবেন ইডি-র আধিকারিকরা৷
advertisement
গতকাল মেয়ো রোডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এই যে আজকে অভিষেক এত ভাল বক্তব্য রাখল, দেখবেন কালই হয়তো ওকে নোটিস ধরাবে৷' অভিষেক নিজেও গতকাল বলেছিলেন,  'এত বড় সমাবেশ, লিখে রাখুন চার পাঁচ দিনের মধ্যে কিছু একটা ঘটবে৷'
সূত্রের খবর, অভিষেককে তলব করার সঙ্গে সঙ্গেই গোটা বিষয়টি জানিয়ে রাজ্য পুলিশকে চিঠি দিয়েও নিরাপত্তার যাবতীয় আয়োজন করার জন্য অনুরোধ করেছে ইডি৷ এ মাসের শুরুতে কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল ইডি৷ যদিও সেই চার্জশিটে কোনও ওজনদার রাজনৈতিক নেতার নাম ছিল না৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED summons Abhishek Banerjee: মমতার 'আশঙ্কাই' সত্যি হল! অভিষেককে ফের তলব ইডি-র, এবার কলকাতাতেই জেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement