Jawhar Sircar warns TMC: 'কত পেলি? বলছে বন্ধুরা', পচা শরীর নিয়ে তৃণমূলকে সতর্কবার্তা সাংসদ জহরের! বাড়ল অস্বস্তি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নিজের দলের সব নেতাকে নিয়ে যে মনোভাব সমান নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন জহর সরকার৷
#কলকাতা: মাত্র বছর খানেক আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবে পরিচিত সেই জহর সরকার এবার নিজের দলের দুর্নীতিপরায়ণ নেতাদের নিয়েই সরব হলেন৷
শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে ভাবমূর্তি উদ্ধার না করলে ২০২৪-এ তৃণমূলের লড়াই আরও কঠিন হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যসভার সাংসদ৷ দলের সাংসদের প্রকাশ্যে এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল৷ যদিও জহর সরকারের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পর গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হতে হয়েছে অনুব্রত মণ্ডলকে৷ তৃণমূল নেতাদের বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে৷ সবমিলিয়ে দুর্নীিতর অভিযোগে রীতিমতো অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল৷ এই পরিস্থিতিতে সেই অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার৷
advertisement
advertisement
নিজের হতাশা ব্যক্ত করে জহর সরকার বলেছেন, 'মোদির সঙ্গে লড়াই করতে পারে একমাত্র যে শক্তি, আমি সেই দলের অংশ ভেবে গর্ব বোধ হত৷ এ বছরের শুরুর দিকেও সেই অনুভূতি কাজ করত৷ বুকের ছাতি ফুলিয়ে আমরা সংসদে ঘুরে বেড়াতাম৷ কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কেমন একটা হীনমন্যতায় ভুগছি৷ লোকে যেভাবে দেখছে, তাতে অস্বস্তি হয়৷ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি তো৷' তৃণমূল সাংসদ এমনও বলেন, দলের দুর্নীতি নিয়ে খোঁচা দিয়ে বন্ধুরাও তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না৷ জহর সরকারের কথায়, 'বন্ধুরা বলছে, কী রে কত পেলি?'
advertisement
তবে নিজের দলের সব নেতাকে নিয়ে যে মনোভাব সমান নয়, তাও স্পষ্ট করে দিয়েছেন জহর সরকার৷ তৃণমূল সাংসদ বলেন, 'সুগত বসুকে (প্রাক্তন তৃণমূল সাংসদ) কেউ অসৎ বলতে পারবে? এই যে আমি সুখেন্দুশেখর রায়কে সামনে থেকে দেখি, তিনি একেবারেই সাধারণ জীবনযাপন করেন৷ এরকম অনেকেই আছেন৷ কিন্তু আবার এক শ্রেণিকে দেখলেই মনে হয় ধান্দাবাজ৷ এটা শুধু তৃণমূল নয়, সব দলেই আছে৷'
advertisement
২০২৪-কে পাখির চোখ করেই এগোচ্ছে তৃণমূল৷ যদিও দুর্নীতি নিয়ে দলকে সতর্ক করে জহর সরকারের বার্তা, 'এক সাইড পচা শরীর নিয়ে ২০২৪-এ লড়াই করা খুব মুশকিল৷' তৃণমূল সাংসদ এ কথাও জানিয়েছেন, দুর্নীতির এই পরের পর অভিযোগ নিয়ে দলের মধ্যেও কথা হয়েছে৷ শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে জানতেন কি না, তা নিয়ে অনেক নেতাই প্রশ্ন তুলেছে বলে দাবি জহর সরকারের৷ তিনি বলেন, 'আমাকে অবশ্য ওরা খুব একটা ডাকে না৷
advertisement
পার্টির রাজনীতিত খুব বেশি থাকিও না৷ আত্মসম্মান না থাকলে ছেড়ে দেব৷'
যদিও জহর সরকারের এই সমস্ত মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর জবাব, 'জহর সরকারের মন্তব্য নিয়ে আমি কিছু বলব না৷ শীর্ষ নেতৃত্ব সবকিছু িনয়েই পর্যবেক্ষণ এবং মূল্যায়ন চালাচ্ছেন৷ সেই মতো পদক্ষেপ করা হবে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 10:52 AM IST