Anubrata Mondal: অনুব্রত মামলার বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়, গভীর রাতে বর্ধমানে গ্রেফতার আইনজীবী

Last Updated:

গত ২০ অগাস্ট গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার বিচারক রাজেশ চক্রবর্তী হুমকি চিঠি পান বলে অভিযোগ৷

হুমকি চিঠি পেয়েছিলেন অনুব্রত মামলার বিচারক রাজেশ চক্রবর্তী৷
হুমকি চিঠি পেয়েছিলেন অনুব্রত মামলার বিচারক রাজেশ চক্রবর্তী৷
#বর্ধমান: অনুব্রত মণ্ডলের মামলায় আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়৷ গ্রেফতার বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়৷ সোমবার গভীর রাতে বর্ধমানের বড়নীলপুর মোড়ে তাঁর বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ৷ অভিযানে ছিল বর্ধমান থানার পুলিশ কর্মীরাও৷
গত ২০ অগাস্ট গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার বিচারক রাজেশ চক্রবর্তী হুমকি চিঠি পান বলে অভিযোগ৷ সেই চিঠিতে বিচারককে বলা হয়, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে পরিবারের সদস্যদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে৷ ওই চিঠির প্রেরক হিসেবে নাম ছিল বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের হেড ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের৷ যদিও তিনি এই চিঠি পাঠানোর কথা প্রথম থেকেই অস্বীকার করেছিলেন৷
advertisement
advertisement
বিচারককে হুমকি চিঠি দেওয়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ তদন্তে নেমে প্রথমে পূর্ব বর্ধমানের রসুলপুর থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ তার পরেই সুদীপ্ত রায় নামে ওই আইনজীবীর বাড়িতে হানা দেয় পুলিশ৷ অভিযোগ, বাপ্পাকে ফাঁসানোর জন্যই সুদীপ্ত তাঁর সই এবং আদালতের স্ট্যাম্প জাল করে ওই চিঠি পাঠিয়েছে৷ বাপ্পাই পুলিশের কাছে সুদীপ্তর নামে এই অভিযোগ করে৷ সেই সূত্র ধরেই ওই আইনজীবীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
গরু পাচার মামলার বিচারককেই হুমকি চিঠি পাঠানোর ঘটনাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ঘটনার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আইনজীবীদের একাংশ৷
হুমকি চিঠি পাঠানোর এই ঘটনায় নিজেই সিবিআই তদন্ত চেয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ বিচারককেও সেই অনুরোধ জানান তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রত মামলার বিচারককে হুমকির ঘটনায় নয়া মোড়, গভীর রাতে বর্ধমানে গ্রেফতার আইনজীবী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement