অভিষেকের শ্যালিকাকেও ফের তলব, হাই কোর্টের দ্বারস্থ মেনকা! 'ঘর' গোছাচ্ছে ইডি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: গত মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল ইডি। তখনও কয়লা-কাণ্ডে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও।
#কলকাতা: কয়লা পাচার মামলায় আগামী ২ সেপ্টেম্বর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, তেমনই তৃণমূল সাংসদের শ্যালিকা মেনকা গম্ভীরকেও নোটিশ পাঠিয়েছে ইডি। তাঁকেও ফের ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে, অভিষেককে কলকাতায় ডাকা হলেও মেনকা ডাকা হয়েছে দিল্লিতে। এ বার সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মেনকা। মঙ্গলবার দুপুর আড়াইটায় এই মামলার শুনানি হবে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে।
গত মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল ইডি। তখনও কয়লা-কাণ্ডে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকেও। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ফেব্রুয়ারিতে ইডি জেরা করেছিল মেনকাকে। জানা যাচ্ছে, বিদেশের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন থেকে ব্যবসা, একাধিক বিষয়ে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন তারা। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হাজির হন পঞ্চসায়রের অভিজাত আবাসনে, যেখানে মেনকা বর্তমানে থাকেন।
advertisement
advertisement
এদিকে, কয়লা পাচার কাণ্ডে আইপিএস তথাগত বসু হাজির হয়েছেন দিল্লির ইডি অফিসে। এর আগে শ্যাম সিং, রাজীব মিশ্র, কোটেশ্বর রাওদের মতো আইপিএস'দের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মঙ্গলবার দিল্লি ইডি অফিসে হাজিরা দিলেন তথাগত বসু। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত, সোমবারই দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী অভিষেক নিজেও বলেছিলেন, এই বড় সমাবেশের পর দেখুন চার-পাঁচদিনে কী হয়। অতটা সময়ও লাগল না। মঙ্গলবারই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে ডেকে পাঠাল ইডি। যদিও ইডি সূত্রে অবশ্য খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷ তবে, অভিষেকের কাছে ফের ইডি-র সমন পৌঁছতেই তোলপাড় রাজ্য রাজনীতি। সেইসঙ্গে এবার যুক্ত হল তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 1:45 PM IST