মূলত রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে কী অবস্থান, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে আজ বেশ কিছু দাবি পত্র তুলে দিতে পারেন বলেই সূত্রের খবর। যদিও ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে বলার জায়গা থাকছে। তবুও বৈঠকের পরে কিছু সময় পৃথকভাবে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
অন্যদিকে আর্ন্তজাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের কাজ মার্চের মধ্যেই শেষ করতে রাজ্যকে ইতিমধ্যে বলেছে কেন্দ্র। গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদিকে এই আর্জি জানান। ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়েই এই কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ হচ্ছে। ২৫৭ কিলোমিটার জুড়ে আর্ন্তজাতিক সীমান্তে ১৮৬ কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়ার জমি মিললেও ৭০ কিলোমিটারের কাজ এগোচ্ছে না জমি না পাওয়ায়। রাজ্যকে এই জমি অধিগ্রহণ করে দিতে হবে। নবান্ন সূত্রের খবর, রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিয়েই এই বৈঠক।
আরও পড়ুন- মমতার আগে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহর বৈঠক কী শাহী কৌশল ? জোর চর্চা
ভারত - বাংলাদেশ সীমানা বরাবর কাটা তারের বেড়া দেওয়ার কাজটি দ্রুত সম্পন্ন হোক, তার উপরও কেন্দ্রের তরফে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমা মেনে আগামী মার্চের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজটি শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া সীমান্তে চোরা চালান, অনুপ্রবেশ ইত্যাদি রুখতে বিএসএফের ভূমিকা ও দায় দ্বায়িত্বের বিষয়েও মত বিনিময় হয়।