মমতার আগে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহের বৈঠক কী শাহী কৌশল ? জোর চর্চা
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
'সেটিং' তত্ত্ব খারিজ? তৃণমূল, বিজেপির পাশাপাশি কংগ্রেস এবং সিপিআইএম-এর সংগঠনেরও খোঁজ নিলেন শাহ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অমিত শাহর কলকাতা সফরে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও প্রাথমিক যে সফরসূচি ছিল তাতে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের কোনও সূচি ছিল না। শুক্রবার সকালে সুকান্ত মজুমদারকে নিজে ফোন করেন অমিত শাহ। নেতৃত্বের সঙ্গে হোটেলে নয়, রাজ্য বিজেপি দফতরে গিয়ে বৈঠক করার কথা সুকান্তকে জানান আমিত শাহ বলে বিজেপি খবর। এরপরই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে অমিত শাহর রাজ্য দফতরে বৈঠকের তোড়জোড় শুরু হয়।
আজ, শনিবার নবান্নর সভাঘরে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠক করার আগেই শহরে পৌঁছে রাজ্য দফতর মুরলীধর সেন লেনে গিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে শাহী বৈঠক করার নেপথ্যে অমিত শাহর রাজনৈতিক কৌশল দেখছে ওয়াকিবহল মহল। ইতিমধ্যেই বিরোধীদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহর সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই 'সেটিং' তত্ত্ব নিয়ে সরব হন। এবং মমতা-শাহ বৈঠকের পর 'সেটিং' তত্ত্ব নিয়ে বিরোধীরা সুর আরও চড়াতে পারেন। ভুল বার্তা যেতে পারে দলের অন্দরেও। বিষয়টির আঁচ পেয়েই কি কলকাতার মাটিতে পা দিয়েই প্রথমে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন অমিত শাহ? এই প্রশ্ন নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।
advertisement
advertisement
অমিত শাহ কি তাহলে 'সেটিং' তত্ত্ব খারিজ করার লক্ষ্যেই নিজের কলকাতার সফরসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার আগে প্রথমে বাংলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে একদিকে বিরোধীদের অন্যদিকে দলীয় কর্মী, সমর্থক ও নেতৃত্বদেরও বার্তা দিতে চাইলেন? জল্পনা শুরু হয়েছে তা নিয়ে। যদিও প্রকাশ্যে না বললেও অনেক বিজেপির প্রথম সারির নেতারাই বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে আমিত শাহ একেবারে বিজেপির রাজ্য দফতরে পৌঁছে যেভাবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, অমিত মালব্য-সহ অন্যান্য পদ্ম শিবিরের নেতৃত্বকে একসঙ্গে বসিয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বৈঠক করলেন তাতে বাংলার গেরুয়া শিবির যে উজ্জীবিত হল তা বলাই যায়।’’
advertisement
এদিনের শাহী বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির খোঁজ নেন অমিত শাহ। তৃণমূলের পাশাপাশি কংগ্রেস এবং বিশেষ করে সিপিআইএমের বর্তমান সংগঠনের কি হাল? বৈঠকে হাজির বাংলার নেতাদের কাছে জানতে চান শাহ বলে পদ্ম শিবির সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2022 7:00 AM IST