গত ডিসেম্বর মাস ও চলতি সপ্তাহেই মেঘালয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। শিলং-এ দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন তিনি। বড়দিনের আগেই সেখানে একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সেবারও তাঁর সঙ্গে ছিলেন অভিষেক। জানুয়ারি মাসেই ফের মেঘালয়ের মেন্দিপাথারে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়৷ ভোটের আগে আরও সভা করতে পারেন দু'জনেই।
advertisement
আরও পড়ুন: 'আমার পূর্বপুরুষরা এখানকার, মনে হচ্ছে বাড়ি ফিরছি,' জম্মু-কাশ্মীরে বললেন রাহুল
ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের রাজ্যের এক নেতা জানিয়েছেন, "এখনও পর্যন্ত আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে আসবেন তা চূড়ান্ত ভাবে জানানো হয়নি। তবে, সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরায় আসবেন তিনি। এবার তিনি রাজনৈতিক কর্মসূচী নেবেন। ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরে জনসভা করতে আসবেন তিনি। এবার তিনি এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজা দেবেন। দলের নেতাদের সঙ্গে একটি সভা করতে পারেন তিনি। আগরতলায় একটি সাংবাদিক সম্মেলন করার কথাও আছে তাঁর।" তিনি জানান, তৃণমূল কংগ্রেসের দলনেত্রীর সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংগঠনের বেশ কয়েকজন নেতাও আসতে পারেন।আগামী মাসেই ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগেই ওই দুই রাজ্যে সংগঠনকে আরও মজবুত করার দিকে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস।চলতি সপ্তাহেই মেন্দিপাথারে গিয়েছিলেন মমতা এবং অভিষেক। সেখানে গিয়ে তাঁরা জানিয়ে দেন, মেঘলায়ের ৬০টি আসনেই লড়াই করতে চলেছেন তাঁরা। অভিষেকের দাবি, সেখানের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছেন। মমতার দাবি, এবার তারাই সেখানে সরকার গঠন করবেন। তিনি জানিয়ে দেন, মেঘলায়ের ‘ভুমিপুত্র’ মেঘালয় শাসন করবে।
আরও পড়ুন: "এ যেন মেক্সিকো, মাফিয়াদের দাদাগিরি চলছে," কটাক্ষ দিলীপের
কলকাতা থেকে কোন কিছু বা সিদ্ধান্ত তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। সেখানে তাঁরা কী কী করবেন তাও জানিয়েছেন তিনি। ওই সফরেই তাঁকে ভোটের আগে মেঘালয়ে আরও বেশ কয়েকটি সভায় আসার জন্য অনুরোধ জানান সেখানের নেতা মুকুল সাংমা।ইতিমধ্যেই একাধিকবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ত্রিপুরাতেও সব আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস একাধিক বার জানিয়েছিল। দেড় বছর আগে সেখানের পুরসভা নির্বাচনে প্রায় ২৪ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। গত বছর উপনির্বাচনে চারটি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। যদিও তৃণমূলের দাবি, তারা ভালো ফল করবে। সেখানের শাসক বিজেপির-র দিন গোনার পালা শুরু হয়েছে বলেও দাবি ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের।