Dilip Ghosh: "এ যেন মেক্সিকো, মাফিয়াদের দাদাগিরি চলছে," কটাক্ষ দিলীপের

Last Updated:

Dilip Ghosh: বৃহস্পতিবার দুর্গাপুর যাচ্ছিলেন দিলীপ ঘোষ। সেই সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন তিনি।

দিলীপ ঘোষ। ফাইল ছবি
দিলীপ ঘোষ। ফাইল ছবি
বর্ধমান: ফের তৃণমূলকে একের পর এক নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুর যাচ্ছিলেন তিনি। সেই সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বলেন, "গণ্ডগোল না করে থাকলে সোজাসুজি খাতা পত্র বার করে দিন। দেখে চলে যাক কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাদের পার্টির লোকেরাই বলছেন আপনারা দু'নম্বরি করছেন। টাকা-পয়সা লুট করছেন।"
তিনি আরও বলেন, "আবাস যোজনা থেকে সরকারি কাজের টাকা সব লুট করেছেন। তাই কাগজপত্র দেখিয়ে দিন। সাদাকে সাদা কালোকে কালো প্রমাণিত করার সুযোগ দিন। তথ্য প্রমাণ দিয়ে দিন।"
advertisement
চন্দ্রকোণায় বালি মাফিয়াদের দৌরাত্ম্যে বর্ধমানের পূর্বস্থলীতে পরিবহণ দফতরের আধিকারিকদের দুষ্কৃতীদের গুলির সামনে পড়তে হয়েছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বলেন, "মাফিয়ারা এই পার্টি চালাচ্ছে। সরকার চালাচ্ছে। তাদেরকে কেউ আটকাতে পারবেনা।"
advertisement
দিলীপ ঘোষ বলেন, "আপনারা দেখছেন, পুলিশের কি দুরবস্থা! মাতালদের ধরতে গেছে, পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। বিএসএফ পাচারকারীদের ধরতে গেলে তাদের ওপর হামলা হচ্ছে। এখন বালি কয়লার গাড়ি আটকাতে গেলে সেখানে গুলি চলছে। মাফিয়াদের দাদাগিরি চলছে। এ যেন মেক্সিকো হয়ে গেছে। পুলিশ প্রশাসন তাদের সামনে দাঁড়াতে পারছে না। সাধারণ মানুষ কি করবে! তাদের সামনে কীভাবে দাঁড়াবে। এই দুষ্কৃতিরাই এখন তৃণমূল পার্টির একটা অঙ্গ হয়ে গেছে।"
advertisement
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তিনি বলেন, "ওকে এখন জেলেই থাকতে হবে। পারমানেন্ট না হওয়া পর্যন্ত টেম্পোরারি জেল চলবে।"বৃহস্পতিবার গলসি যাবার পথে জাতীয় সড়কে আবাস যোজনার কেন্দ্রীয় দল অবরোধে আটকে পড়ে। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন, "সাংবিধানিক ব্যবস্থা পশ্চিম বাংলায় ভেঙে পড়েছে। এখানে তালিবানি সরকার চলছে। রাজ্য সরকার দেশের সংবিধানকে মানছে না।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: "এ যেন মেক্সিকো, মাফিয়াদের দাদাগিরি চলছে," কটাক্ষ দিলীপের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement