ইডির দাবি, মলয় ঘটকের হাজিরা না দেওয়া আদতে আদালত অবমাননার শামিল। সেই কারণে, ফের তাঁকে নোটিস পাঠানো হবে বলে ইডি সূত্রের খবর। জানা গিয়েছে, আদালতেও মলয় ঘটকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবেন ইডির আধিকারিকেরা৷
আরও পড়ুন: নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা! ভাঙড়-কাণ্ডে এবার বিপাকে বিধায়ক
ইডি সূত্রে খবর, এর আগে তিন বার তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ মেনে, তাঁর সঙ্গে কথা বলে পনেরো দিন আগে তাঁকে নোটিস পাঠানো হয়৷ তাহলে হঠাৎ সমস্যা হল কেন? প্রশ্ন ইডির৷
advertisement
আরও দেখুন: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন…নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই
অন্যদিকে, মলয় ঘটকের দাবি, যখন তাঁর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যোগাযোগ করা হয়, তখন তিনি জানতেন না কবে পঞ্চায়েত ভোট। এর মধ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
কয়লা পাচার মামলায় মলয় ঘটককে এর আগেও একাধিক বার নোটিস দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নাম সামনে এসেছে। তাঁদের ভূমিকা সম্পর্কে ও কয়লা পাচারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মন্ত্রীর কাছে জানতে চান ইডি আধিকারিকরা। সেই কারণেই তাঁকে বারবার তলব করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর৷
ARPITA HAZRA