TET Scam: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন...নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই

Last Updated:

প্রসঙ্গত, মণীশ জৈনকে জেরায় ফাইলে সই সংক্রান্তই কিছু তথ্য পেয়েছে সিবিআই৷ সূত্রের খবর, সেই কারণে সেই ফাইলের বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান গোয়েন্দারা। তাই মণীশকে ফের তলব।

কলকাতা: আগে দু’বার তলব করা হয়েছে৷ তার পরে ফের তলব৷ এই নিয়ে তৃতীয় বার রাজ্যের শিক্ষা সচিব তথা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈনকে তলব করল সিবিআই। সূত্রের খবর, আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি, ওই দিন তাঁকে কিছু নথিও সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর৷
গত বৃহস্পতিবারই মণীশ জৈনকে তলব করা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেদিন প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, তাঁর বয়ানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায় সিবিআই। সূত্রের দাবি, এর আগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন যে, মন্ত্রী থাকলেও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাঁর কাছে ফাইল আসত, তিনি সই করে দিতেন। তবে দফতরের আমলা অফিসাররা নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবগত ছিলেন বলে সিবিআইয়ের জেরায় জানিয়েছিলেন পার্থ৷ তেমনটাই দাবি তদন্তকারী সংস্থার।
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগেই বিরাট সিদ্ধান্ত কমিশনের! এবার টার্গেট এই ৬ জেলা..
প্রসঙ্গত, মণীশ জৈনকে জেরায় ফাইলে সই সংক্রান্তই কিছু তথ্য পেয়েছে সিবিআই৷ সূত্রের খবর, সেই কারণে সেই ফাইলের বিষয়ে আরও কিছু তথ্য জানতে চান গোয়েন্দারা। তাই মণীশকে ফের তলব।
advertisement
সিবিআই সূত্রের মতে, গোটা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মণীশ জৈনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি যেসব ফাইলে সই করেছিলেন সেগুলি মণীশ জৈনের কথাতেই করেছিলেন। এখানে সিবিআইয়ের প্রশ্ন, মণীশ জৈন তবে কার নির্দেশে ফাইলে সই করতে বলতেন? সেই সব ফাইলই বা কোথায়? সেসব বিষয়ে জানতে চায় সিবিআই।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TET Scam: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন...নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement