Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগেই বিরাট সিদ্ধান্ত কমিশনের! এবার টার্গেট এই ৬ জেলা..

Last Updated:

কমিশন সূত্রে খবর বীরভূম, মুর্শিদাবাদ পুলিশ জেলা, সহ মোট ছটি পুলিশ জেলাতে এক কোম্পানি করে রাজ্য পুলিশের এই বিশেষ ফোর্স মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ ফোর্স এর মধ্যে রাফ,কমব্যাট ফোর্স এর মতো বিশেষ প্রশিক্ষিত বাহিনী থাকে।

কলকাতা: শীর্ষ আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার সন্ধে নাগাদই প্রতি জেলায় এক কোম্পানি করে ২২ জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ সূত্রের খবর, সেই মতো বাহিনী চাওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু, তার আগেই আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল কমিশনের তরফে৷ জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারপর্ব যাতে শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের ৬ কোম্পানি বিশেষ পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে ৬টি জায়গায়।
সূত্রের খবর, কোচবিহারে ১ কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ১ কোম্পানি, বীরভূমে ১ কোম্পানি, বারুইপুর পুলিশ জেলাতে ১ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলাতে ১ কোম্পানি এবং পূর্ব মেদিনীপুর পুলিশ জেলায় ১ কোম্পানি রাজ্য পুলিশের এই বিশেষ ফোর্স মোতায়েন করা হবে৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট জেলাগুলিতে এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন৷ পাশাপাশি, যত দ্রুত সম্ভব এই নির্দেশ যাতে কার্যকর করা হয়, তা নিয়েও কড়া নির্দেশ গিয়েছে পুলিশ জেলাগুলিতে।
advertisement
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার! নিশানায় তৃণমূল, তুমুল চাঞ্চল্য ঝাড়গ্রামে
কমিশন সূত্রের খবর, মনোনয়ন পর্বে যে সমস্ত জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, সেই সমস্ত জেলাগুলিতেই রাজ্য পুলিশের এই বিশেষ ফোর্স মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে শুরু করে ইসলামপুর পুলিশ জেলার অধীনে চোপড়া৷ মুর্শিদাবাদের একাধিক জায়গায় নির্বাচনের মনোনয়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল। সেখানেও যাচ্ছে এই বিশেষ বাহিনী৷ শুধু তাই নয়, এই জেলাগুলিতে মনোনয়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।
advertisement
তাই গোটা বিষয়টি পর্যালোচনা করে তবেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই জেলাগুলিতেই এই রাজ্য পুলিশের বিশেষ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে এই বিশেষ ফোর্স কীভাবে মোতায়ন করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে কমিশন৷
advertisement
আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে প্রার্থী কে? ‘অভিযুক্ত’ নেতার হুঁশিয়ারির কাছেই কি শেষমেশ নতিস্বীকার বিজেপির!
সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচার কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলগুলি চালাবেন তাকে কেন্দ্র করেও বিশেষ এডভাইজারি দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আগেই বিরাট সিদ্ধান্ত কমিশনের! এবার টার্গেট এই ৬ জেলা..
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement