WB Panchayat Election 2023: অনুব্রতহীন বীরভূমে প্রার্থী কে? 'অভিযুক্ত' নেতার হুঁশিয়ারির কাছেই কি শেষমেশ নতিস্বীকার বিজেপির!

Last Updated:

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বীরভূমের দাপুটে বিজেপি নেতাকে শোকজ করেছিল বিজেপি। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও রকম পদ ব্যবহার করে দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ার পাশাপাশি মিটিং মিছিল সভা সমিতিতে দলীয় ঝান্ডা, প্রতীকও তিনি যেন ব্যবহার না করেন। 

কলকাতা: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একসময়ের বীরভূমের এই দাপুটে নেতাকে শোকজ করেছিল বিজেপি রাজ্য কমিটি। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও রকম দলীয় পদ ব্যবহার করে কোনও দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি৷ পাশাপাশি, মিটিং-মিছিল, সভা-সমিতিতে দলীয় ঝান্ডা, প্রতীক ব্যবহারেও ছিল তাঁর নিষেধাজ্ঞা। কিন্তু, ভোট আসতেই সেই নেতার কাছে কার্যত হার স্বীকার করতে হল পদ্মশিবিরকে৷ শৃঙ্খলাভঙ্গে অভিযুক্ত দুধকুমার মণ্ডলকেই অনুব্রতহীন বীরভূমে প্রার্থী করল বিজেপি৷
আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, দল যদি তাঁকে প্রার্থী না করে সে ক্ষেত্রে তিনি নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সেই মতো মনোনয়নপত্রও জমা দেন দুধকুমার। আর সোমবার দলের তরফ থেকে তিনি পেলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দিষ্ট ফর্ম ডি। যা ঘিরে তুমুল শোরগোল স্থানীয় রাজনীতিতে। রাজনৈতিক মহলের প্রশ্ন, শেষমেশ দুধকুমার মণ্ডলকে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করে অভিযুক্ত নেতার হুঁশিয়ারির কাছে কি নতি স্বীকার করল বঙ্গ পদ্ম শিবির?
advertisement
advertisement
প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার জন্যই একসময় শোকজ করা হয়েছিল দুধকুমার মণ্ডলকে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘জেলা থেকে ব্লক কমিটি আমার সাথে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা চুপচাপ বসে যান’। এর পরে পরেই দুধকুমারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে শোকজ করা হয়।
advertisement
আরও পড়ুন: আজই শেষ সুযোগ! মনোনয়ন প্রত্যাহার না করলেই…. সাগরদিঘিতে ইতিমধ্যেই সাসপেন্ড ৪
কিন্তু, অনুব্রত-হীন জেলাযর ময়ূরেশ্বরে ফের সেই দুধকুমারের উপরেই ‘আস্থা’ রাখলেন পদ্ম নেতৃত্ব। নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক টেলিফোনিক প্রতিক্রিয়ায় দুধকুমার বলেন, ‘‘সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আমি প্রার্থী হয়েছি। আর ভেবেছিলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। সেই ১৯৮৮ সাল থেকে মানুষের ভালবাসা পেয়ে আসছি। গ্রামের মানুষজনের যে আমার উপরই আজও আস্থা আছে, তা ফের প্রমাণ করে দেব।’’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
WB Panchayat Election 2023: অনুব্রতহীন বীরভূমে প্রার্থী কে? 'অভিযুক্ত' নেতার হুঁশিয়ারির কাছেই কি শেষমেশ নতিস্বীকার বিজেপির!
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement