Adhir Chowdhury: মুর্শিদাবাদে তুমুল উত্তেজনা, বড়ঞায় রাতভর অবস্থানে অধীর..এবার কি হাইকোর্টে মামলা?

Last Updated:

এই ঘটনারই প্রতিবাদে সরাসরি বড়ঞা বিডিও অফিসে চলে আসেন অধীর চৌধুরী৷ বিডিও-র সঙ্গে কথাও বলেন৷ তারপরই বিডিও অফিসের সামনে কর্মীদের নিয়েবসে যান অবস্থানে।

ফাইল চিত্র
ফাইল চিত্র
মুর্শিদাবাদ: প্রতীক জমা দেওয়ার ফর্ম ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘিরে মঙ্গলবার বিকেল থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বড়ঞা৷ এদিন বিকেল ৪ টে থেকেই বড়ঞার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ রাতভর কর্মীদের সঙ্গে সেখানেই ছিলেন তিনি৷ তার পরে কেটে গিয়েছে প্রায় ১৭ ঘণ্টা৷ কিন্তু এখনও নিজের অবস্থান থেকে অনড় এই লড়াকু কংগ্রেস নেতা৷ এমনকি, শুধু অবস্থানই নয়, এ নিয়ে তাঁরা হাইকোর্টে যাচ্ছেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন অধীর৷
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বড়ঞার বিডিও অফিসে দলীয় প্রার্থীদের প্রতীক নিশ্চিতকরণের ‘বি-ফর্ম’ জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস মহকুমা সভাপতি৷ সেই সময় তাঁর হাত থেকে ফর্ম ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ফর্ম ছিনতাইকারীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত বলে দাবি করে কংগ্রেস। এমনকি, ছিনতাইয়ে বাধা দিতে গেলে বড়ঞা কংগ্রেসের ব্লক সভাপতি এবং মহকুমা সভাপতি আক্রান্ত হন বলে জানিয়েছে তারা।
advertisement
আরও পড়ুন: আজই শেষ সুযোগ! মনোনয়ন প্রত্যাহার না করলেই…. সাগরদিঘিতে ইতিমধ্যেই সাসপেন্ড ৪
এই ঘটনারই প্রতিবাদে সরাসরি বড়ঞা বিডিও অফিসে চলে আসেন অধীর চৌধুরী৷ বিডিও-র সঙ্গে কথাও বলেন৷ তারপরই বিডিও অফিসের সামনে কর্মীদের নিয়েবসে যান অবস্থানে।
advertisement
advertisement
আরও পড়ুন: দু’তিন দিনেই হুড়মুড়িয়ে নামছে পারদ, এই চার জেলায় তুমুল বৃষ্টি! আর কী কী বলছে ওয়েদার আপডেট?
বুধবার অধীর জানান, আন্দোলন করার পাশাপাশি তাঁরা হাইকোর্টেও যাচ্ছেন। তাঁদের দাবি, কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দিতে হবে। এছাড়া, বড়ঞার বিডিও-র ভূমিকাতেও ক্ষুব্ধ অধীর৷ তাঁর দাবি, বিডিও পক্ষপাতদুষ্ট, ওই বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেছেন বলেও অভিযোগ তাঁর। অধীর জানান, এ বিষয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন।
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Adhir Chowdhury: মুর্শিদাবাদে তুমুল উত্তেজনা, বড়ঞায় রাতভর অবস্থানে অধীর..এবার কি হাইকোর্টে মামলা?
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement