WB Panchayat Election 2023: আজই শেষ সুযোগ! মনোনয়ন প্রত্যাহার না করলেই.... সাগরদিঘিতে ইতিমধ্যেই সাসপেন্ড ৪

Last Updated:

উত্তর ২৪ পরগনা জেলায় ৬৬ টি জেলা পরিষদের আসন। তার জন্য ৭৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবারই মনোনয়ন প্রত্যাহার করে নেন ১১ জন। তবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে 'নির্দল কাঁটা' রয়েই গিয়েছে।

কলকাতা: বার্তা ছিলই৷ এবার গোঁজ প্রার্থীদের নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতৃত্ব৷ জেলায় জেলায় গেল বার্তা৷ যাঁরা টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আজ, বুধবারের মধ্যেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে৷ না হলে যে ফল খুব একটা ভাল হবে না, তা স্পষ্ট করে দিল দল৷ এমনকি, দল থেকে তাঁদের বহিষ্কার করা হতে পারে বলেও জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
গোঁজ প্রার্থী নিয়ে যে তৃণমূল কড়া অবস্থান নিতে চলেছে, তা বারবারই জানানো হয়েছিল দলের তরফে৷ মঙ্গলবার রাত থেকেই এ বিষয়ে পদক্ষেপ করা শুরু করে দিয়েছিল তৃণমূল৷ এদিন রাতে সাসপেন্ড করা হয়, মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের চার জন তৃণমূল সদস্যকে৷ জয়ন্তী মূর্মূ, জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, শ্যামল মান্ডি, জয়ন্তীর স্বামী, জেলা কমিটির সদস্য ছিলে। সাসপেন্ড করা হয তাঁদের দুজনকেই৷ এছাড়া, জিতু দাস, পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছেন এবং এক্রামুল হক, স্ত্রীকে নির্দল হিসাবে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করিয়েছেন। তাঁরাও সাসপেন্ড৷
advertisement
আরও পড়ুন: নিজের ছেলের উপরেও বিন্দুমাত্র মায়া নেই.. মদের টাকা না পেয়ে বীভ‍ৎস কাণ্ড ঘটাল বাবা, হাড়হিম ঘটনা
এছাড়াও, সূত্রের খবর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলা মিলিয়ে প্রায় ১১৫ জন মনোনয়ন প্রত্যাহার করেননি। তাঁদেরও সাসপেন্ড করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান, নির্দলের সংখ্যা ১২০ থেকে ১২৫ জন কিন্তু অনেকেই জেলা নেতৃত্বকে বলছেন এখন তাঁরা তৃণমূলের প্রার্থীকে সমর্থন দেবেন। তমলুক সাংগঠনিক জেলায় এখনও গোঁজ প্রার্থীর সংখ্যা ১৫ জন৷
আরও পড়ুন: দারুণ দুর্যোগ! উত্তর সিকিমে ভয়াবহ অবস্থা, আটকে বহু পর্যটক, উদ্ধারে তৎপর সেনা
উত্তর ২৪ পরগনা জেলায় ৬৬ টি জেলা পরিষদের আসন। তার জন্য ৭৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবারই মনোনয়ন প্রত্যাহার করে নেন ১১ জন। তবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে ‘নির্দল কাঁটা’ রয়েই গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: আজই শেষ সুযোগ! মনোনয়ন প্রত্যাহার না করলেই.... সাগরদিঘিতে ইতিমধ্যেই সাসপেন্ড ৪
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement