Naushad Siddiqui: নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা! ভাঙড়-কাণ্ডে এবার বিপাকে বিধায়ক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
ভাঙড়ের হাটগাছা এলাকার বাসিন্দা ঋত্বিক নস্করের অভিযোগ, গত ১৫ জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তাঁর শ্বশুর রাজু নস্করের উপরে চড়াও হয় এক দল দুষ্কৃতী। সেখানেই তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ তারপর পানাপুকুরের পাশে রাজুকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ মৃত্যু হয় রাজুর৷
কলকাতা: মনোনয়ন পর্ব ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়৷ দফায় দফায় ছড়িয়েছিল উত্তেজনা৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে হিংসা চরম পর্যায়ে পৌঁছয়৷ গুলি, বোমার বৃষ্টিতে মৃত্যু হয় তিন তিনটে মানুষের৷ এঁদের মধ্যে এক জন ছিলেন আইএসএফ কর্মী৷ অপর দু’জন তৃণমূলের৷ ভাঙড়ে প্রাক পঞ্চায়েত হিংসায় এবার বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ৷ শুধু নওশাদই নন, মোট ৬৮ জনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে৷
ভাঙড়ে হিংসায় মৃত্যু হয়েছিল তৃণমূলকর্মী রাজু নস্করের৷ সেই রাজু নস্করের পরিবারের তরফে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতেই কাশীপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে বলে সূত্রের খবর৷
আরও দেখুন: পার্থকে দিয়ে ফাইল সই করিয়েছিলেন…নিজাম প্যালেসে ফের ডাক পড়ল আমলার, বড় নামের খোঁজে সিবিআই
advertisement
advertisement
ভাঙড়ের হাটগাছা এলাকার বাসিন্দা ঋত্বিক নস্করের অভিযোগ, গত ১৫ জুন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে তাঁর শ্বশুর রাজু নস্করের উপরে চড়াও হয় এক দল দুষ্কৃতী। সেখানেই তাঁকে বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়৷ তারপর পানাপুকুরের পাশে রাজুকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ মৃত্যু হয় রাজুর৷
advertisement
আরও পড়ুন: তৃণমূলকে ’সাফ’ করার ডাক! নন্দীগ্রাম থেকেই পঞ্চায়েতের প্রচারে ‘পা’ শুভেন্দুর
ঘটনার পরের দিন, অর্থাৎ, ১৬ জুন ঋত্বিক কাশীপুর থানায় নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পত্রে ঋত্বিক দাবি করেছেন, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের হামলাতেই তাঁর শ্বশুরের মৃত্যু হয়েছে৷ ঋত্বিকের সেই অভিযোগের ভিত্তিতেই নওশাদের বিরুদ্ধে ২৭৭ নম্বর এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 21, 2023 3:58 PM IST