TRENDING:

VIP Road accident: ভিআইপি রোডে বড়সড় দুর্ঘটনা! লেক টাউনে পর পর গাড়িতে ধাক্কা মারল বিএসএফ-এর বাস, আহত ৮

Last Updated:

চালকের বেপরোয়া গতি নাকি যান্ত্রিক কোনও গোলযোগে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: লেক টাউনে ভিআইপি রোডের উপরে বড়সড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারল বিএসএফ-এর একটি ছোট বাস। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। ঘাতক গাড়ি এবং চালককে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে ছুটির দিনেও ভিআইপি রোডে যানজট তৈরি হয়।
বিএসএফ-এর বাসের ধাক্কায় দুমড়ে গিয়েছে ট্য়াক্সি।
বিএসএফ-এর বাসের ধাক্কায় দুমড়ে গিয়েছে ট্য়াক্সি।
advertisement

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন দুপুরে ভিআইপি রোড ধরে লেক টাউনের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বিএসএফ-এর একটি গাড়ি। ছোট বাসের আকারের গাড়ির চালক হঠাৎই লেক টাউনের সংযোগস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরই প্রথমে একটি ছোট গাড়িকে ধাক্কা মারে বিএসএফ-এর গাড়িটি। তার পরে একটি ট্য়াক্সির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে বিএসএফ-এর গাড়িটি।

advertisement

আরও পড়ুন: ২৬ জানুয়ারি বড়সড় নাশকতার ছক! জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল STF

বিএসএফ-এর গাড়ির ধাক্কায় ওই ট্য়াক্সিটি গিয়ে সামনে থাকা একটি বাসের পিছনে ধাক্কা মারে। যার জেরে ট্য়াক্সিটি দুমড়ে মুচড়ে যায়। ট্য়াক্সির চালক এবং দুই মহিলা যাত্রীর আঘাত লাগে। বিএসএফ-এর গাড়িটি প্রথমে যে গাড়িটিকে ধাক্কা মেরেছিল, তার ভিতরে থাকা যাত্রীদেরও অল্প বিস্তর আঘাত আগে। বিএসএফ-এর গাড়িতে থাকা তিন জন মহিলা যাত্রীও আহত হন।

advertisement

আরও পড়ুন: শীতের রাতে ক্লান্তিতে ঘুম এসে যায়, জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়

দুর্ঘটনাস্থলের কাছেই ছিল লেক টাউন ট্রাফিক গার্ডের অফিস। সেখান থেকে পুলিশ কর্মীরা দ্রুত ছুটে আসেন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বিএসএফ-এর গাড়িটি এবং তার চালককেও আটক করেছে পুলিশ।

advertisement

চালকের বেপরোয়া গতি নাকি যান্ত্রিক কোনও গোলযোগে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্য়পান করেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নেয় পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে আরও বড় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও ছিল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
VIP Road accident: ভিআইপি রোডে বড়সড় দুর্ঘটনা! লেক টাউনে পর পর গাড়িতে ধাক্কা মারল বিএসএফ-এর বাস, আহত ৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল