এদিন দুর্ঘটনাস্থলে গিয়ে আরও একটি মৃতদেহ মেলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘ব্রিজের নীচে আজ একটি দেহ উদ্ধার করা হয়েছে ৷ গতকাল থেকে নিখোঁজ একজনের দেহ উদ্ধার হয়েছে ৷ এর আগে একজনের মৃত্যু হয়েছে ৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত ৷ হতাহতদের ক্ষতিপূরণ দেবে রাজ্য ৷’
গতকাল মৃত্যু হয়েছে সৌমেন বাগের ৷ বুধবার কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মাঝেরহাট সেতু বিপর্যয়ের কারণে দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী ৷ সন্ধের মুখে কলকাতায় পা রেখেই সোজা দুর্ঘটনাস্থলে ছুটে যান তিনি ৷
advertisement
আরও পড়ুন
‘প্রাণে বাঁচতে শেষ মুহূর্তে মিনিবাস থেকে ঝাঁপ মারলাম’
চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে মাঝেরহাট সেতুতে জারি উদ্ধারকাজ। মঙ্গবার বিকেল ৪.৪০ নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে জোরকদমে। মাঝেরহাটে রাতভর চলে উদ্ধারকাজ। সেতুতে গর্ত করে তল্লাশি চালানো হয়। স্নিফার ডগ নিয়ে তল্লাশিও করা হয়।
ব্রিজ ভেঙে আহত ৩৩। যদিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ১৪। ধ্বংসস্তূপে এখনও আরও একজনের আটকে থাকার আশঙ্কা। বিপর্যয়ের পর থেকেই খোঁজ মিলছিল না মেট্রোপ্রকল্পের দুই কর্মীর। ইতিমধ্যেই উদ্ধার প্রণব দে-র দেহ ৷
আরও পড়ুন
তলানিতে ভারতীয় টাকার দাম, এর ফলে আপনি কী কী ক্ষতির মুখে পড়ছেন জানেন?
বিপুল ধ্বংসস্তূপ সরিয়েই চলছে প্রাণের সন্ধান। উদ্ধারকাজে এনডিআরএফ, পুলিশ, দমকল। ক্রেন, পেলোডার দিয়ে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের।