তলানিতে ভারতীয় টাকার দাম, এর ফলে আপনি কী কী ক্ষতির মুখে পড়ছেন জানেন?
Last Updated:
এক ঝড়েই বেহাল দেশের অর্থনীতি
advertisement
advertisement
advertisement
কেন্দ্রের যুক্তি, লিরা সংকটেই পড়ছে টাকার দাম। অর্থনীতি অত্যন্ত মজবুত বলেই দ্রুত তা সামাল দেওয়া যাবে। তথ্য অবশ্য সেকথা বলছে না। পরিসংখ্যানে স্পষ্ট, বিদেশি লগ্নিতে টান পড়াতেই এই অবস্থা। গত তিন মাসে বিদেশি লগ্নি কমেছে ৩৪ শতাংশ ৷ ফান্ড, শেয়ার বাজারেও কমেছে বিদেশি লগ্নি ৷ দেশ থেকে ডলার তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ৷ অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেড়ে চলা দামও প্রভাব ফেলছে টাকার দামের পতনে ৷
advertisement
দেশের টাকার দাম কমলে তা অর্থনীতির ধসে পড়ার জন্য যথেষ্ট ৷ অর্থনীতিবিদদের অনেকেরই বক্তব্য, টাকার এ ভাবে পতন হতে থাকলে সেটা দেশের অর্থনীতির পক্ষে আশঙ্কার। কারণ, তেল কেনার খরচ বাড়বে ৷ আমদানি খরচ বাড়লে পণ্যের দাম বাড়বে ৷ ফলে দাম বাড়বে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের ৷ দাম বাড়বে বাড়ি, গাড়িরও ৷ বাড়বে মুদ্রাস্ফীতি ৷
advertisement
advertisement