TRENDING:

Mahua Maitra: বৃহস্পতিতে এথিক্স কমিটির সামনে মহুয়া মৈত্র, তার আগেই পাঠালেন 'বিস্ফোরক' চিঠি!

Last Updated:

Mahua Maitra: মহুয়া মৈত্র তাঁর চিঠিতে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঘুষের বিনিময়ে প্রশ্ন’ তোলার অভিযোগে লোকসভার সাংসদ মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছে লোকসভার এথিক্স কমিটি। আগামিকাল সেই কমিটির সামনে হাজির হবেন তিনি। এর আগে এথিক্স কমিটিকে একটি চিঠি লিখেছেন মহুয়া। আর সেই চিঠি এবার তিনি প্রকাশ্যে আনলেন। মহুয়া তার নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠির কপি দিয়েছেন। জানিয়েছেন এথিক্স কমিটির যদি তথ্য বাইরে দিতে থাকে। তাই তিনিও চিঠি প্রকাশ্যে আনলেন।
পাল্টা আসরে মহুয়া মৈত্র
পাল্টা আসরে মহুয়া মৈত্র
advertisement

মহুয়া তাঁর চিঠিতে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি! কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। এথিক্স কমিটি কোনও ফৌজদারি বিষয়ক তদন্ত করতে পারে না। তার জন্য পৃথক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে।

আরও পড়ুন: বড় স্বস্তি বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র! বালি-অস্ত্র মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের

advertisement

তাঁর প্রাক্তন বন্ধু জয় কমিটির সামনে হাজির হয়ে যা বলেছেন, তাতে তিনি তাঁর সম্পর্কে করা কোনও অভিযোগের পক্ষে কোনও লিখিত বা মৌখিক তথ্যপ্রমাণ দিতে পারেননি। নিজের মৌলিক অধিকার এবং ন্যায়বিচারের স্বার্থে মহুয়া তাঁকে পাল্টা প্রশ্ন করতে চান। তিনি তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হলফনামা প্রদানকারী দর্শন হীরানন্দানিকেও প্রশ্ন করতে চান।

আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন না, উত্তর এড়াচ্ছেন, জ্যোতিপ্রিয়কে নিয়ে বলছে ইডি

advertisement

আদর্শ আচরণবিধি না থাকায় তিনি আশা করেন, প্রতিটি ঘটনা যেন ঠিকঠাক উদ্দেশ্য নিয়ে দেখা হয়। কোনও রাজনৈতিক পক্ষপাতিত্ব যেন না দেখানো হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Maitra: বৃহস্পতিতে এথিক্স কমিটির সামনে মহুয়া মৈত্র, তার আগেই পাঠালেন 'বিস্ফোরক' চিঠি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল