Jyotipriya Mallick Arrest: তদন্তে সহযোগিতা করছেন না, উত্তর এড়াচ্ছেন, জ্যোতিপ্রিয়কে নিয়ে বলছে ইডি
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Sourav Tewari
Last Updated:
Jyotipriya Mallick Arrest: মঙ্গলবারই মন্ত্রীকে হেফাজতে পাওয়ার পর দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা৷
কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে পাওয়ার পর মঙ্গলবার প্রথম দিনভর জিজ্ঞাসাবাদ করে ইডি৷ আর সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তাঁরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে মোটেই খুশি নন ইডি আধিকারিকরা৷ ইডি সূত্রে সেই খবরই প্রকাশ্যে এসেছে৷
মঙ্গলবারই মন্ত্রীকে হেফাজতে পাওয়ার পর দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা৷ মন্ত্রীর বিপুল সম্পত্তির উৎস কী, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তকারীদের তরফ থেকে৷ প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার করা হওয়া মেরুণ ডায়েরি ও লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তদন্তকারীদের পক্ষ থেকে৷ এই বিষয়ে কোনও উত্তরই নাকি দিতে পারেননি জ্যোতিপ্রিয়৷
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে পাওয়া উত্তরে সম্পূর্ণ ভাবে সন্তুষ্ট নয় তদন্তকারী অফিসারেরা৷ ইডি সূত্রে আরও খবর, বেশকিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন মন্ত্রী। ফলে স্বাভাবিক ভাবে ইডি আধিকারিকরা বলেছে, জ্যোতিপ্রিয় আসলে তদন্ত সহযোগিতা করছেন না৷ মঙ্গলবারও, সিজিও সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘুম থেকে ওঠার পর তিনি খালি পেটে নিয়মমাফিক ওষুধ খেয়েছেন। তারপর চা ,সঙ্গে ব্রেড ও ডিমের কুসুম ছাড়া সাদা অংশ খেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 9:05 AM IST