Jyotipriya Mallick Arrest: তদন্তে সহযোগিতা করছেন না, উত্তর এড়াচ্ছেন, জ্যোতিপ্রিয়কে নিয়ে বলছে ইডি

Last Updated:

Jyotipriya Mallick Arrest: মঙ্গলবারই মন্ত্রীকে হেফাজতে পাওয়ার পর দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা৷

জ্যোতিপ্রিয় মল্লিক৷
জ্যোতিপ্রিয় মল্লিক৷
কলকাতা: প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে পাওয়ার পর মঙ্গলবার প্রথম দিনভর জিজ্ঞাসাবাদ করে ইডি৷ আর সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তাঁরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে মোটেই খুশি নন ইডি আধিকারিকরা৷ ইডি সূত্রে সেই খবরই প্রকাশ্যে এসেছে৷
মঙ্গলবারই মন্ত্রীকে হেফাজতে পাওয়ার পর দিনভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা৷ মন্ত্রীর বিপুল সম্পত্তির উৎস কী, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তকারীদের তরফ থেকে৷ প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার করা হওয়া মেরুণ ডায়েরি ও লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তদন্তকারীদের পক্ষ থেকে৷ এই বিষয়ে কোনও উত্তরই নাকি দিতে পারেননি জ্যোতিপ্রিয়৷
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে পাওয়া উত্তরে সম্পূর্ণ ভাবে সন্তুষ্ট নয় তদন্তকারী অফিসারেরা৷ ইডি সূত্রে আরও খবর, বেশকিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন মন্ত্রী। ফলে স্বাভাবিক ভাবে ইডি আধিকারিকরা বলেছে, জ্যোতিপ্রিয় আসলে তদন্ত সহযোগিতা করছেন না৷ মঙ্গলবারও, সিজিও সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘুম থেকে ওঠার পর তিনি খালি পেটে নিয়মমাফিক ওষুধ খেয়েছেন। তারপর চা ,সঙ্গে ব্রেড ও ডিমের কুসুম ছাড়া সাদা অংশ খেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick Arrest: তদন্তে সহযোগিতা করছেন না, উত্তর এড়াচ্ছেন, জ্যোতিপ্রিয়কে নিয়ে বলছে ইডি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement