সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে মানুষের উপচে পড়া ভিড়৷ পঞ্জিকা বলছে, এ বার তর্পণ শুরু হবে সকাল ১০টা ৪৭ মিনিটে৷ কারণ, অমাবস্যা পড়ছে একটু বেলায়৷ পঞ্জিকা যা-ই বলুক, পূর্বপুরুষকে প্রণাম করতে ও গঙ্গাজল উত্সর্গ করার ভিড় চোখে পড়ার মতো৷ পুরাণ মতে, এই দিনে পূর্বপুরুষরা অনেকটাই কাছাকাছি চলে আসেন। তাঁদের আশীর্বাদ পাওয়া যায়৷
advertisement
হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। এই পক্ষ পিত্রুপক্ষ, ষোলা শ্রাদ্ধ, কানাগাত, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামেও পরিচিত।
হিন্দু বিশ্বাস অনুযায়ী, যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম (শ্রাদ্ধ), তর্পণ ইত্যাদি মৃত্যু-সংক্রান্ত আচার-অনুষ্ঠান পালিত হয়৷ সেই জন্য এই পক্ষ শুভকাজের জন্য প্রশস্ত নয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা (ভাদ্রপূর্ণিমা) তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা, মহালয়া অমাবস্যা বা মহালয়া দিবসে। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়।