TRENDING:

Madhyamik Special Bus: আজ থেকে রাস্তায় মাধ্যমিক স্পেশ্যাল বাস! কখন, কোন রুটে চলবে অবশ্যই জেনে নিন

Last Updated:

Madhyamik Special Bus: বাসের সামনে বড় করে লেখা থাকবে ‘পরীক্ষা স্পেশ্যাল’। এই বাসগুলিতে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীরা চড়তে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেতে কোনও অসুবিধা যাতে না হয়। সেদিকে এবার বিশেষ নজর রয়েছে রাজ্য পরিবহণ দফতরের। শহর কলকাতা ও মফঃস্বলের একাধিক জায়গায় তাই আজ থেকে চলবে মাধ্যমিক স্পেশাল পরীক্ষা৷ কলকাতা শহরে একাধিক রুটে দেওয়া হয়েছে পরীক্ষা স্পেশাল। যে যে রুটে চলবে, তা হল-
আজ থেকে স্পেশ্যাল বাস
আজ থেকে স্পেশ্যাল বাস
advertisement

বালিগঞ্জ স্টেশন-এসপ্ল্যানেড-২’টি বাসঠাকুরপুকুর-শিয়ালদহ-১টি বাসকুঁদঘাট-দক্ষিণেশ্বর-১টি বাসগড়িয়া-হাওড়া স্টেশন (দেশপ্রিয় পার্ক)-২টিসরশুনা-হাওড়া স্টেশন-২টি বাসদক্ষিণেশ্বর-এসপ্ল্যানে়ড-১ টি বাসডানলপ-বালিগঞ্জ- ১টি বাসচেতলা-পাইকপাড়া-১টি বাসকাকুড়গাছি-বেহালা-২টি বাসগড়িয়া-হাওড়া-২টি বাসযাদবপুর-হাওড়া স্টেশন-১টি বাসবারাকপুর-হাওড়া স্টেশন-১টি বাসদমদম বিমানবন্দর-এসপ্ল্যানেড-১টি বাসনিউটাউন-শিয়ালদহ-২টি বাস।

বাসের সামনে বড় করে লেখা থাকবে ‘পরীক্ষা স্পেশ্যাল’। এই বাসগুলিতে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীরা চড়তে পারবেন। বাসে জায়গা থাকলে তবেই অভিভাবকদের উঠতে দেওয়া হবে। সমস্যা এড়াতে ডিপোয় দুটি করে নন-এসি বাস দাঁড় করানো থাকবে। শুধু কলকাতা নয়, জেলায়-জেলায়ও থাকছে বিশেষ বাসের ব্যবস্থা।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, শহর কলকাতার মোট ১৫টি রুটে মাধ্যমিক স্পেশ্যাল বাস চালানো হবে। এর মধ্যে কোনও রুটে ২টি আবার কোনও রুটে একটি বাস চলবে। যে সমস্ত রুটে ২টি করে বাস চলবে, সেখানে প্রথম বাসটি মিলবে সকাল পৌনে ৮টায়। পরেরটা ডিপো থেকে ছাড়বে ৮টা ১৫ মিনিটে।

advertisement

আরও পড়ুন: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগের রাতেই সব শেষ! দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

আর যে রুটে একটি বাস চলবে, সেখানে ডিপো থেকে বাসটি ছাড়বে সকাল ৮টায়। পরীক্ষা শেষে ফেরার সময় দুপুর সোয়া একটা থেকে পৌনে দুটোর মধ্যে পাওয়া যাবে এই বিশেষ বাস।এই পরীক্ষার দিনগুলিতে বিভিন্ন মেট্রো স্টেশনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: হঠাৎ পরিকল্পনা, ঝটিকা সফরে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়! কারণ ঘিরে শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রোও বাড়তি দেওয়া হতে পারে। এর পাশাপাশি হাওড়া ও শিয়ালদহ ডিভিশনেও রেল চলাচলে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ সব স্টেশনেই ট্রেন দাঁড়াবে। বিভিন্ন স্টেশনে রেল পুলিশকে সহায়তার জন্য থাকতে বলা হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Special Bus: আজ থেকে রাস্তায় মাধ্যমিক স্পেশ্যাল বাস! কখন, কোন রুটে চলবে অবশ্যই জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল