TRENDING:

WBBSE Madhyamik Result 2023: কৃতী ছাত্র-ছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর! বাঁকুড়ার অন্বেষার সঙ্গেও কথা, কী বললেন তাঁকে?

Last Updated:

বরাবরই মেধাবী ছাত্রী অন্বেষা৷ পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের 'বীরপুরুষ'.....ফল বেরনোর পরে শুভেচ্ছার বন্যা মেধাবী এই ছাত্রীর জন্য৷ অন্বেষা বড় হয়ে চিকিৎসক হতে চান। কারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে তাঁর মনে হয়েছে, প্রান্তিক মানুষের জন্য তাঁকে কাজ করতে হবে৷ আর সেই কারণেই এখন থেকে শুরু করে দিয়েছেন প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল৷ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিভিন্ন জেলার ১১৮ জন পরীক্ষার্থী৷ মেধাতালিকায় থাকা সমস্ত ছাত্রছাত্রীদেরই ব্যক্তিগত ভাবে ফোন করে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, আগামী ৬ তারিখ কৃতী ছাত্রছাত্রীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে৷ ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হবে সেই অনুষ্ঠান৷ নিজে ফোন করে ওই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের বাবা-মাকে নিয়ে আসার জন্য স্বয়ং আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷
advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

বাঁকুড়া মিশন গার্লসের মেধাবী ছাত্রী অন্বেষা এবছরের মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন৷ তাঁর সঙ্গেও এদিন ফোনে সরাসরি কথা বলেন মমতা৷ অন্বেষা বলে, ‘‘আমার প্রণাম নেবেন৷ আশীর্বাদ করবেন, যাতে ভবিষ্যতে আরও ভাল করতে পারি৷’’

advertisement

আরও পড়ুন: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অন্বেষা৷ তোমার নামটা খুব ভাল৷ ভবিষ্যৎও খুব ভাল হোক৷ ৬ তারিখে বাবা-মা কে নিয়ে আসবে৷ আমি তোমাদের সাথে মিট করব৷ ভাল থেকো, কেমন!’’

এরপরে অন্বেষার বাবার সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী৷ জানান, ধনধান্য স্টেডিয়ামে আগামী ৬ জুন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷ প্রশাসনের তরফে এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে৷

advertisement

বরাবরই মেধাবী ছাত্রী অন্বেষা৷ পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’…..ফল বেরনোর পরে শুভেচ্ছার বন্যা মেধাবী এই ছাত্রীর জন্য৷ অন্বেষা বড় হয়ে চিকিৎসক হতে চান। কারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে তাঁর মনে হয়েছে, প্রান্তিক মানুষের জন্য তাঁকে কাজ করতে হবে৷ আর সেই কারণেই এখন থেকে শুরু করে দিয়েছেন প্রস্তুতি।

advertisement

আরও পড়ুন: মাধ্যমিকে একা এই জেলা থেকেই প্রথম দশে ২১ জন! রাজ্যজুড়ে মেধাতালিকায় মোট ১১৮ পরীক্ষার্থী

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন টিকিটের চিন্তা দূর! সস্তায় কলকাতা থেকে এক বাসে ভুটান, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

ইতিহাস নিয়ে একটু ভয় ছিল, তবে বিজ্ঞানের সমস্ত বিষয় বরাবরই অন্বেষার ভীষণ প্রিয়৷ অণ্বেষার বাবা পরীক্ষিৎ চক্রবর্তী ইংরেজির শিক্ষক৷ তিনিই পড়াতেন মেয়েকে৷ তবে ছায়াসঙ্গী ছিলেন অন্বেষার মা মিঠু চক্রবর্তী। মা চান,তাঁর মেয়ে বড় হয়ে ডাক্তার হোক৷ গরিব মানুষের প্রাণ বাঁচাক। মিঠু দেবী বলেন, ‘‘মেয়ের ছোটবেলা থেকেই স্টেথোস্কোপ নিয়ে খেলার শখ৷ মেলা থেকে কিনে দিতে হত৷ তবে পড়াশোনা করত মাত্র ৩-৪ ঘণ্টা৷ পরীক্ষার আগের রাতে পড়াশোনা করত মাত্র ৩ ঘণ্টা৷ গল্পের বই-ই ওর সারাক্ষণের সঙ্গী৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WBBSE Madhyamik Result 2023: কৃতী ছাত্র-ছাত্রীদের সরাসরি ফোন মুখ্যমন্ত্রীর! বাঁকুড়ার অন্বেষার সঙ্গেও কথা, কী বললেন তাঁকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল