Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
বাঁকুড়া মিশন গার্লসের মেধাবী ছাত্রী অন্বেষা এবছরের মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন৷ তাঁর সঙ্গেও এদিন ফোনে সরাসরি কথা বলেন মমতা৷ অন্বেষা বলে, ‘‘আমার প্রণাম নেবেন৷ আশীর্বাদ করবেন, যাতে ভবিষ্যতে আরও ভাল করতে পারি৷’’
advertisement
আরও পড়ুন: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অন্বেষা৷ তোমার নামটা খুব ভাল৷ ভবিষ্যৎও খুব ভাল হোক৷ ৬ তারিখে বাবা-মা কে নিয়ে আসবে৷ আমি তোমাদের সাথে মিট করব৷ ভাল থেকো, কেমন!’’
এরপরে অন্বেষার বাবার সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী৷ জানান, ধনধান্য স্টেডিয়ামে আগামী ৬ জুন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷ প্রশাসনের তরফে এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে৷
বরাবরই মেধাবী ছাত্রী অন্বেষা৷ পছন্দের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’…..ফল বেরনোর পরে শুভেচ্ছার বন্যা মেধাবী এই ছাত্রীর জন্য৷ অন্বেষা বড় হয়ে চিকিৎসক হতে চান। কারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়ে তাঁর মনে হয়েছে, প্রান্তিক মানুষের জন্য তাঁকে কাজ করতে হবে৷ আর সেই কারণেই এখন থেকে শুরু করে দিয়েছেন প্রস্তুতি।
আরও পড়ুন: মাধ্যমিকে একা এই জেলা থেকেই প্রথম দশে ২১ জন! রাজ্যজুড়ে মেধাতালিকায় মোট ১১৮ পরীক্ষার্থী
ইতিহাস নিয়ে একটু ভয় ছিল, তবে বিজ্ঞানের সমস্ত বিষয় বরাবরই অন্বেষার ভীষণ প্রিয়৷ অণ্বেষার বাবা পরীক্ষিৎ চক্রবর্তী ইংরেজির শিক্ষক৷ তিনিই পড়াতেন মেয়েকে৷ তবে ছায়াসঙ্গী ছিলেন অন্বেষার মা মিঠু চক্রবর্তী। মা চান,তাঁর মেয়ে বড় হয়ে ডাক্তার হোক৷ গরিব মানুষের প্রাণ বাঁচাক। মিঠু দেবী বলেন, ‘‘মেয়ের ছোটবেলা থেকেই স্টেথোস্কোপ নিয়ে খেলার শখ৷ মেলা থেকে কিনে দিতে হত৷ তবে পড়াশোনা করত মাত্র ৩-৪ ঘণ্টা৷ পরীক্ষার আগের রাতে পড়াশোনা করত মাত্র ৩ ঘণ্টা৷ গল্পের বই-ই ওর সারাক্ষণের সঙ্গী৷’’