তিনি বলেন, 'আমাকে এই মামলা নিয়ে কিছু বলতে বারণ করা হয়েছে। ফলে এটা নিয়ে আমি কিছু বলব না। কিন্তু আমি তো ফেসবুক লাইভ করতে পারব। আমার একটা ফেসভ্যালু আছে, যতদিন তা থাকবে, ততদিন আমাকে এটা করতেই হবে।' এরপরই তিনি জানান, এসএসকেএম থেকে মাজারে চাদর চড়িয়ে বাড়িতে ফিরে নাতিকে কোলে তুলে নেবেন তিনি। তারপর পৌঁছে যাবেন নিজের কেন্দ্র কামারহাটির মানুষের কাছে।
advertisement
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার আগে নিয়মিত ফেসবুক লাইভে আসতেন কামারহাটির বিধায়ক৷ এতদিন আইনি জটিলতায় এবং অসুস্থ থাকায় ফেসবুকে দেখতে পাওয়া যায়নি তাঁকে৷ শনি আর রবিবার অবশ্য একেবারে খোশমেজাজেই পাওয়া গেল তাঁকে। গতকাল এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের বারান্দা থেকে ফেসবুক লাইভে আসেন মদন৷ দৃশ্যতই খুশি মদন বলেন, 'আমি মুক্ত! আমার এখন একটা লাইনই বলতে ইচ্ছে করছে৷' এর পরই ফুরফুরে মেজাজে মদন গেয়ে ওঠেন, 'আমার মুক্তি আলোয় আলোয়'৷ মদনের গলায় একে একে শোনা গিয়েছিল 'এ দিন আজি কোন ঝড়ে গো খুলে দিল দ্বার', 'ক্লান্তি আমার ক্ষমা করো'-র মতো রবীন্দ্র সঙ্গীতও৷
এদিনও একাধিক গান গেয়েছেন মদন। অধিকাংশই রবীন্দ্র সঙ্গীত। লাল পাঞ্জাবি, পাজামায় শোভিত মদন মিত্র যখন বাইরে এসে দাঁড়ান, তখন তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস। স্লোগান ওঠে, 'মদন মিত্র জিন্দাবাদ'। তিনি অবশ্য বলছেন, 'আমি এদের কাউকে চিনি না। কিন্তু আমার পাশে আপনারা এসে দাঁড়াচ্ছেন, এর জন্যই আমি সকলকে ধন্যবাদ দিতে চাই।' এদিন বারবার হাতে মোবাইল নিয়ে ফেসবুক লাইভ করতে দেখা গিয়েছে। ফেসবুক লাইভে বরাবরই বিপুল জনপ্রিয় মদন৷
